মনের জ্বালা
২০১১-এর চলচ্চিত্র
মনের জালা[১] হচ্ছে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী মারপিট-প্রণয়ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মালেক আফসারী ও প্রযোজনা করেছেন হার্টবিট প্রোডাকশন। চলচ্চিত্রটিতে প্রধান ভূমিকা অভিনয় করেছেন বাংলাদেশী সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস। এটি ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের প্রথম চলচ্চিত্র। এটি মনের জ্বালা - মোস্ট ওয়ান্টেড নামে আন্তর্জাতিক বাজারে মুক্তি দেওয়া হয়।[২]
মনের জ্বালা | |
---|---|
পরিচালক | মালেক আফসারী |
প্রযোজক | হার্টবিট প্রডাকশন |
রচয়িতা | কাসেম আলী দোলাল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলী আকরাম শুভ |
প্রযোজনা কোম্পানি | বিএফডিসি |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৪ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়
সম্পাদনা- শাকিব খান - চাঁদ / রাসেল
- অপু বিশ্বাস - চাঁদনী
- মিশা সওদাগর - জাফর
- ববিতা - চাঁদের মা
- মিজু আহমেদ - আব্বাস, চাঁদনীর বাবা
- কাবিলা - মজনু, চাঁদের বন্ধু
- সাংকো পাঞ্জা - জাফরের বাবা
- নাগমা - আব্বাসের বোন (অতিথি উপস্থিতি)
- ইলিয়াস কোবরা (অতিথি উপস্থিতি)
কুশলীব
সম্পাদনা- পরিচালকঃ মালেক আফসারী
- প্রযোজক: হার্টবিট প্রোডাকশন
- সঙ্গীত: আলী আকরাম শুভ
- গল্পঃ কাসেম আলী দোলাল
- স্ক্রিপ্ট: কাসেম আলী দোলাল
- গানঃ কবির বকুল
- পরিবেশক: হার্টবিট প্রোডাকশন
প্রযুক্তিগত বিবরণ
সম্পাদনাসঙ্গীত
সম্পাদনাগানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "আমি চোখ তুলে তাকালে" | শাকিব খান & রাশেদ | |
২. | "আকাশে উঠেছে চাঁদ" | কুমার বিশ্বজিৎ | |
৩. | "দিন দুনিয়ার মালিক খুদা (তুমার দিলকি দয়া হয়না)" | এস আই টুটুল | |
৪. | "ও প্রেমী" | এস আই টুটুল & ডলি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Archived copy"। ২০১১-০৯-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-১৬।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১২।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে মনের জ্বালা
বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |