মনসুর বয়াতি

দেওয়ানা মদিনা

মনসুর বয়াতি (আনু. ১৮ শতক) ছিলেন একজন বাঙালি গীতিকবি, লেখক এবং গায়ক। তিনি মৈমনসিংহ গীতিকার ‘দেওয়ানা মদিনা’ পালাটির রচয়িতা। চন্দ্রকুমার দে হবিগঞ্জের বানিয়াচং থেকে পালাটি সংগ্রহ করেন। সিলেটকুমিল্লা অঞ্চলে পালাটি ‘অবং দুলাল’ নামে পরিচিত। দীনেশচন্দ্র সেনের Eastern Bengal Ballads গ্রন্থে ‘দেওয়ানা মদিনা’র অনুবাদ পাঠ করে রোম্যাঁ রোল্যাঁ ‘I was specially delighted with the touching story of Madina’ বলে মন্তব্য করেন।

মনসুর বয়াতি
জন্মসপ্তদশ-অষ্টাদশ শতাব্দী
পরিচিতির কারণবাঙালি গীতিকবি, লেখক, গায়ক
উল্লেখযোগ্য কর্ম
‘দেওয়ানা মদিনা’ পালাটির রচয়িতা

সম্পাদক দীনেশচন্দ্র সেন তার মৈমনসিংহ গীতিকা’র ভূমিকায় মনসুর বয়াতি রচিত ‘দেওয়ানা মদিনা’ তথা আলাল দুলালের পালা সম্পর্কে বলেছেন, “বালিয়াচঙ্গের দেওয়ানদের সম্বন্ধে গাথা। এই গানে ধনু নদীর উল্লেখ আছে, দীঘলহাটি গ্রাম খুঁজিয়া পাওয়া গেল না। ইহার লেখক মনসুর বাইতি সম্বন্ধে নাম ছাড়া আর কিছু জানিতে পারা যায় নাই। কবি যে নিরক্ষর ছিলেন, তাহা যেমন তাঁহার কাব্যপাঠে স্পষ্ট বোঝা যায়, তিনি যে প্রকৃত কবিত্বশালী, করুণরসসৃষ্টিতে সুপটু ছিলেন, তাহাও তেমনই অবধারণ করা যায়। মদিনার স্বামীর ভালবাসায় অগাধ বিশ্বাস—যাহা তালাকনামা পাইয়াও দীর্ঘকাল টলে নাই—সে অগাধ বিশ্বাসে যেদিন হানা পড়িল, সেদিন সে মৃত্যুশয্যাশায়ী হইল। তাহার অপূর্ব সংযম, যাহাতে এরূপ কৃতঘ্নতায়ও স্বামীর বিরুদ্ধে একটি কথা সে বলিতে পারিল না, এই অপূর্ব প্রেম ও চিত্তসংযম কোন্ উচ্চ লোকের, পাঠক তাহা ধারণা করুন। চাষার ভাষায় চাষার লেখা বলিয়া অবজ্ঞা করিবেন না।”[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মৈমনসিংহ গীতিকা/ভূমিকা - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা