মনমদন
মানমাদান (তামিল: மன்மதன், অনুবাদ 'কামুক') হচ্ছে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি প্রণয়ধর্মী সহিংসতাবাদী রোমাঞ্চকর তামিল চলচ্চিত্র। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছিলেন এ জে মুরুগান এবং সংলাপ লিখেছিলেন বলকুমার। চলচ্চিত্রটিতে সিলামবারাসান দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন, আরো ছিলেন জ্যোতিকা, মন্দিরা বেদি, অতুল কুলকর্ণী সহ অনেকে। যুবন শঙ্কর রাজা ছিলেন চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক। চলচ্চিত্রটি হচ্ছে দুই যমজ ভাইয়ের কাহিনী নিয়ে, এক ভাই ভদ্র থাকে যে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে আর আরেক ভাই নারীবিদ্বেষী এবং কামুক হয়ে মেয়েদের সঙ্গে যৌনক্রিয়া করে তাদেরকে মেরে ফেলে।
মানমাদান | |
---|---|
পরিচালক | এ জে মুরুগান |
প্রযোজক | এস কে কৃষ্ণকান্ত |
রচয়িতা | বলকুমার (সংলাপ)[১] |
কাহিনিকার | এ জে মুরুগান |
শ্রেষ্ঠাংশে | সিলামবারাসান জ্যোতিকা |
সুরকার | যুবন শঙ্কর রাজা |
চিত্রগ্রাহক | আর ডি রাজশেখর এস মূর্তি |
সম্পাদক | এন্থনি |
প্রযোজনা কোম্পানি | ইন্ডিয়ান থিয়েটার প্রোডাকশন্স |
মুক্তি | ১২ নভেম্বর ২০০৪ |
স্থিতিকাল | ১৪৩ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
নির্মাণব্যয় | ₹ ৫ crore[২] |
অভিনেত্রী জ্যোতিকা এবং সিলামবারাসানের অভিনয় দর্শকদের ভালো লেগেছিলো। জ্যোতিকা শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিলের মনোনয়ন পেয়েছিলেন, একইভাবে সিলামবারাসানও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিলের মনোনয়ন লাভ করেছিলেন। ২০০৪ সালের ১২ই নভেম্বর মুক্তি পায় এই চলচ্চিত্রটি।[৩] চলচ্চিত্রটিতে অনেক যৌন উত্তেজক দৃশ্য থাকার কারণে কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ চলচ্চিত্রটিকে প্রেক্ষাগৃহে প্রদর্শনের ক্ষেত্রে 'এ' (এ্যাডাল্ট) প্রত্যায়নপত্র দিয়েছিলো।[৪] চলচ্চিত্রটির তেলুগু অনুবাদকৃত সংস্করণের নাম ছিলো 'মানমাদা'।
অভিনয়ে
সম্পাদনা- সিলামবারাসান - মদন কুমার (মানমাদান) এবং মদন রাজ (মোট্টা)
- জ্যোতিকা - মাইথিলি
- অতুল কুলকর্ণী - পুলিশ কর্মকর্তা দেব
- মন্দিরা বেদি - মনোচিকিৎসক
- ইয়ানা গুপ্তা - আইটেম গানে নৃত্য
প্রযোজনা
সম্পাদনাচলচ্চিত্রটি সিলামবারাসানের নিজের পরিকল্পনাতেই মূলত নির্মিত হয়েছিলো যদিও তিনি প্রযোজনা করেননি, সিলামবারাসান এ জে মুরুগানের পরিচালনায় অসন্তোষ প্রকাশ করেছিলেন।[৫] মুরুগান পরে সিলামবারাসানের নিজেরই একটা চলচ্চিত্র পরিচালনাতে সহকারী পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন ২০০৬ সালে।[৬]
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ২০০৪ সালের ১২ই নভেম্বর মুক্তি পায় এবং একই দিনে অজিত কুমার অভিনীত আরেকটি চলচ্চিত্র মুক্তি পায়, অজিত কুমার ছিলেন একজন পরিচিত অভিনেতা কিন্তু সিলামবারাসানকে তখনো মানুষ অতটা চেনেনি তাই মানমাদান চলচ্চিত্রটিকে সাফল্য অর্জন করতে একটু বেগ পেতে হয়েছিলো, তাও কিছুটা সাফল্য এবং দর্শকপ্রিয়তা পেয়েছিলো মানমাদান।[৭] যৌন উত্তেজক দৃশ্য থাকার কারণে মানমাদান অজিত কুমার অভিনীত 'অট্টহাসাম' চলচ্চিত্রটির চেয়ে মাত্র দেড় সপ্তাহের ব্যবধানে একটু বেশি আয় করেছিলো।[৮]
গানের তালিকা
সম্পাদনাসংখ্যা | গানের শিরোনাম | গায়ক- গায়িকা(গণ) | দৈর্ঘ্য | গীতিকার | মন্তব্য |
---|---|---|---|---|---|
১ | "তাতাই তাতাই" | সিলামবারাসান, ক্লিনটন সেরেজো, ব্লেইজ, বসুন্ধরা দাস | ৫ঃ৫৫ | বালি | |
২ | "মানমাদানে নি" | সাধনা সরগম | ৪ঃ৩৪ | স্নেহা | |
৩ | "ওহ মহিরে" | অনুষ্কা মনচন্দা | ৫ঃ৪৯ | পা. বিজয় | চলচ্চিত্রে প্রদর্শিত হয়নি |
৪ | "ভানামেন্না" | শঙ্কর মহাদেবন, পালাক্কাড় শ্রীরাম | ৫ঃ০৮ | না. মুথুকুমার | |
৫ | "এন আসাই মাইথিলে" | সিলামবারাসান, সুচিত্রা | ৪ঃ২৫ | পা. বিজয় | |
৬ | "কাদাল ভালারদেন" | কেকে | ৭ঃ২৮ | না. মুথুকুমার |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Rangarajan, Malathi (১৩ মে ২০০৫)। "Where Simbu scores"। The Hindu। ২৮ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Simbu celebrates, producer grieves!"। ১৮ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২০।
- ↑ https://www.indiaglitz.com/a-look-back-to-the-last-10-diwali-tamil-news-116681
- ↑ "Diwali films censored"। ২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২০।
- ↑ "Review : (2004)"। www.sify.com। ২৫ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২০।
- ↑ "Simbu and his misadventures - Tamil Movie News - IndiaGlitz.com"। Indiaglitz Tamil। ৮ নভে ২০০৮। ১৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Diwali- Pre-release trade buzz!"। ২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২০।
- ↑ "'Manmathan' overtakes 'Attakasam'at BO?"। ২৪ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে মনমদন (ইংরেজি)