মধ্য আফ্রিকান ফুটবল ফেডারেশন

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা

মধ্য আফ্রিকান ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Centrafricaine de Football, ইংরেজি: Central African Football Federation; এছাড়াও সংক্ষেপে সিএএফএফ নামে পরিচিত) হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৭ বছর পর ১৯৬৮ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঁগিতে অবস্থিত।

মধ্য আফ্রিকান ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৬১; ৬৪ বছর আগে (1961)[][]
সদর দপ্তরবাঁগি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
ফিফা অধিভুক্তি১৯৬৪[]
ক্যাফ অধিভুক্তি১৯৬৮
সভাপতিমধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সেলেস্তিন ইয়ানিঞ্জি

এই সংস্থাটি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র লীগ এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র জাতীয় কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মধ্য আফ্রিকান ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সেলেস্তিন ইয়ানিঞ্জি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জেরমাইন এনগুইয়াম্বা।

কর্মকর্তা

সম্পাদনা
২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি সেলেস্তিন ইয়ানিঞ্জি
সহ-সভাপতি সেলেস্তিন ইয়ানিঞ্জি
সাধারণ সম্পাদক জেরমাইন এনগুইয়াম্বা
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক
প্রযুক্তিগত পরিচালক জঁ-জ্যাক ওম্বি
ফুটসাল সমন্বয়কারী জঁ-মারি মুন্দাগনা
জাতীয় দলের কোচ (পুরুষ) ফ্রঁসোয়া জাহুই
জাতীয় দলের কোচ (নারী) ফেলিসিতে বেঁগু
রেফারি সমন্বয়কারী লেয়ন বাদেলা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০ 
  2. CAF and FIFA, 50 years of African football - the DVD, 2009

বহিঃসংযোগ

সম্পাদনা