মেদান (আব্রাহামের পুত্র)

(মদান থেকে পুনর্নির্দেশিত)

বাইবেল অনুসারে, মেদান ( হিব্রু ভাষায়: מְדָן‎ Məḏān: "বিবাদ; দ্বন্দ্ব"; এছাড়াও আরবিতে মাদান নামেও উল্লিখিত)[] ইস্রায়েলীয়দের কুলপিতা আব্রাহাম ও তার তৃতীয় স্ত্রী কেতুরার তৃতীয় পুত্র। আব্রাহাম কেতুরাকে সারার মৃত্যুর পর বিয়ে করেছিলেন। মেদানের পাঁচ ভাই ছিল, জিমরান, য়োকশান, মিদিয়ান, ইশবাকশুয়াহ[][]

রোমান ইহুদি ঐতিহাসিক জোসেফাস ফ্লাভিয়াসের বর্ণনানুসারে "আব্রাহাম তাদের বিভিন্ন উপনিবেশে বসতি স্থাপনের পরিকল্পনা করেছিলেন; এবং তারা ট্রগ্লোডাইটিস[] এবং লোহিত সাগর পর্যন্ত আরব ফেলিক্সে পৌঁছেছিল ও তার দখল নিয়েছিল।"[] তার সম্পর্কে আর কিছু জানা যায় না।[]

ইরান ও ইরাকের মাদান জনগণের সাথে কোন তার কোন সম্পর্ক নেই।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Josephus, Flavius, Antiquities, 1.15.1
  2. আদিপুস্তক ২৫:১–৪ (১৯১৭ [আমেরিকার ইহুদি প্রকাশনা সোসাইটি] অনুবাদ). "এবং আব্রাহাম আরেকজন স্ত্রী গ্রহণ করলেন, এবং তার নাম ছিল কেতুরা...."
  3. ১ বংশাবলি ১:৩২–৩৩ (১৯১৭ [আমেরিকার ইহুদি প্রকাশনা সোসাইটি] অনুবাদ). "এবং কেতুরার পুত্ররা, আব্রাহামের উপপত্নী...."
  4. In this case the word is applied to the cave dwelling peoples of the Rift Valley
  5. Seventh-day Adventist Bible Commentary, Volume 1, Review and Herald Publishing Association (Washington, D.C., USA), 1953, p.367