মদন পৌরসভা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার মদন উপজেলার একটি পৌরসভা।[][]

মদন পৌরসভা
প্রতীক বা লোগো
মদন পৌরসভার অন্তর্ভুক্ত জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার ২০২৪
ইতিহাস
শুরু১ অক্টোবর ২০০০
নেতৃত্ব
মেয়র
স্থগিত (শূন্য)
নির্বাচন
এফপিটিপি
সভাস্থল
মদন পৌরসভা কার্যালয়

এটি মদন উপজেলা সদর এলাকার সার্বিক উন্নয়নের কাজে নিয়ন্ত্রিত। মদন পৌরসভা ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি মদন উপজেলার উত্তর সিমান্তে অবস্থিত।

অবস্থান ও সীমানা:

সম্পাদনা

উত্তরে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়ন,

দক্ষিণে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন,

পূর্বে মদন ইউনিয়ন ও পশ্চিমে নব গঠিত চানগাঁও ইউনিয়ন অবস্থিত

ইতিহাস:স্তাপিত:2000সাল।

সম্পাদনা

বিলুপ্ত জাহাঙ্গীর পুর ইউনিয়নের জাহাঙ্গীর পুর গ্রাম,বাাড়ীভাদেরা গ্রাম,মাহমুদপুর,মনোহর পুর ও মদন ইউনিয়নের ফচিকা গ্রাম,এমদাদ পুর এবং মদন গ্রাম নিয়ে গঠিত।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

ওয়ার্ড সংখ্যা(নয়)টি।

মৌজাও গ্রাম:বাড়ী বাদেড়া,জাহাংগীর পুর,মাহমুদ পুর,মনোহর পুর,ফচিকা,এমদাদ পুর ও মদন।

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

আয়তন- ১০.১১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১৯,৩৭২ জন।

শিক্ষা

সম্পাদনা

শিক্ষার হারঃ ৭৫%।

শিক্ষা প্রতিষ্ঠান:

(১) মদন হাজী আব্দুল আজিজ খান সরকারি কলেজ। স্থাপিত:১৯৮৬খ্রী।

(২) জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ। স্থাপিত:২০০২খ্রী।

(৩) জাহাঙ্গীর পুর টি আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। স্থাপিত:১৯৪৬খ্রী।

কলেজের সংখ্যা ৩ টি
হাইস্কুলের সংখ্যা ৩ টি
মাদ্রাসার সংখ্যা ৫ টি
সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৫ টি
বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ২ টি

জনপ্রতিনিধি

সম্পাদনা

সর্বশেষ মেয়র-সাইফুল ইসলাম সাইফ।

প্রাক্তন মেয়রগণের তালিকা

ক্রমিক মেয়রগণের নাম মেয়াদ কাল
০১ শফিকুল আলম তালুকদার (লিটন) ২০০৩-২০১১
০২ দেওয়ান মোদাচ্ছের হোসেন (শফিক) ২০১১-২০১৬
০৩ আব্দুল হান্নান তালুকদার (শামীম) ২০১৬-২০২০
০৪ সাইফুল ইসলাম সাইফ ২০২০-২০২৪

চিত্রশালা

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "এক নজরে মদন পৌরসভা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০ 
  2. "মদন পৌরসভা"বিডি মেয়র। ১১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০