মতিউর রহমান (রংপুরের রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ

মতিউর রহমান (২০ সেপ্টেম্বর ১৯৩৩ - ১ মার্চ ২০০৩) বাংলাদেশের রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। তিনি তৎকালীন রংপুর-১০ আসনের সংসদ সদস্য ছিলেন। শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় মন্ত্রিসভায় গৃহসংস্থান মন্ত্রী এবং তৃতীয় মন্ত্রিসভায় তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।[][][]

মতিউর রহমান
গৃহসংস্থান মন্ত্রী
কাজের মেয়াদ
১৩ এপ্রিল ১৯৭২ – ১৬ মার্চ ১৯৭৩
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
কাজের মেয়াদ
১৬ মার্চ ১৯৭৩ – ৭ জুলাই ১৯৭৪
রংপুর-১১ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬
পূর্বসূরীআসন শুরু
উত্তরসূরীখন্দকার গোলাম মোস্তফা
ব্যক্তিগত বিবরণ
জন্ম২০ সেপ্টেম্বর ১৯৩৩
পীরগঞ্জ, রংপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১ মার্চ ২০০৩
সিঙ্গাপুর
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

প্রাথমিক জীবন

সম্পাদনা

মতিউর রহমান রংপুর জেলার পীরগঞ্জের কুমেদপুরের রছুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বিএ পাশ করে তিনি ঢাকায় ব্যবসা শুরু করেন। তিনি (১৯৬৯-১৯৭২) মেয়াদে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ছিলেন।[]

১৯৬৮ সালে আগরতলা মামলায় শেখ মুজিবুর রহমান কারারুদ্ধ হলে তিনি উকিল বাবা হিসেবে শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার বিবাহ সস্পন্ন করেন।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

মতিউর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেঅংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ছয় নম্বর সেক্টরের অধীনে নয় জনের চেয়ারম্যান হিসেবে মুক্তিযুদ্ধে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন রংপুর-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় মন্ত্রিসভায় গৃহসংস্থান মন্ত্রী এবং শেখ মুজিবুর রহমানের তৃতীয় মন্ত্রিসভায় তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পীরগঞ্জের ঐতিহাসিক পটভূমি"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২০ 
  2. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. Rahman, Syedur। Historical Dictionary of Bangladesh (ইংরেজি ভাষায়)। Scarecrow Press। পৃষ্ঠা 307। আইএসবিএন 9780810874534। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬ 
  4. "DCCI :: Former Presidents"www.dhakachamber.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৯ 
  5. উদিসা ইসলাম (১১ মে ২০২০)। "স্বীকৃতি না দিলে আলোচনা নয়"বাংলা ট্রিবিউন। ২২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২০