মণিলাল দত্ত(ইংরেজি: Manilal Dutta) ছিলেন চট্টগ্রাম বিদ্রোহের নায়ক সূর্য সেনের সর্বকনিষ্ঠ অনুসারী। ম্যাট্রিক পাস করার পর মণিলাল ১৯২৯ সালে একটি বিপ্লবী দলে যোগ দেন। তিনি ১৮ মাস মাস্টারদার ডিজাইন করা বিভিন্ন বিপ্লবী কাজ সম্পাদন করে আন্ডারগ্রাউন্ডে ছিলেন। সে সময় ১৯৩৩ সালের ফেব্রুয়ারি মাসে সেনাবাহিনীর সঙ্গে গাইরালা সংঘর্ষে সকল বিপ্লবীর সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। অবশেষে গ্রেফতার হন। পরবর্তীকালে মণিলাল বিদগ্রাম অস্ত্র মামলায় ধরা পড়ে এবং ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়। এরপরই তাঁকে আন্দামানে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে দ্বিতীয় অনশন এবং দমদম সেন্ট্রাল জেলে অনশন করেন। ১২ বছর কারাভোগের পর ১৯৪৫ সালে তিনি মুক্তি পান।[][]

মণিলাল দত্ত
মণিলাল দত্ত
জন্ম
মৃত্যু??
জাতীয়তাব্রিটিশ ভারতীয়, ভারতীয়
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 ভারত
পরিচিতির কারণচট্টগ্রামের অস্ত্রগার আক্রমণের ব্যক্তি
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • পূর্ণচন্দ্র দত্ত (পিতা)

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

তাঁর পিতার নাম পূর্ণচন্দ্র দত্ত যিনি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহকারী ছিলেন।


তথ্যসূত্র

সম্পাদনা
  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫১২। আইএসবিএন 978-8179551356 
  2. রায়, প্রকাশ (২০২০)। বিস্মৃত বিপ্লবীচেন্নাই: নোশনপ্রেস তামিলনাড়ুআইএসবিএন 978-1-63873-011-8