মঞ্জুরুল করিম ( ইংরেজি Manzoor Ul Karim) বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

মঞ্জুরুল করিম
Manzoor Ul Karim
প্রাক্তন সিএসপি এবং বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার

তিনি স্বরাষ্ট্র, যোগাযোগ, তথ্য, স্বাস্থ্য, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, শ্রম ও জনশক্তি সহ বিভিন্ন মূল মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

তিনি নোয়াখালী জেলায় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন,

তখন তিনি নোনোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) হিসাবে নিয়োজিত ছিলেন।

১৯৯০ সালে তিনি বিশ্ব স্কাউটিংয়ের ব্যতিক্রমী সেবার জন্য বিশ্ব স্কাউট সংস্থা একমাত্র বিশিষ্ট ২০৬ তম ব্রোঞ্জ ওল্ফকে ভূষিত হন। []

করিম সাহেব ৪ ডিসেম্বর ২০১৭ এ ঢাকার অ্যাপোলো হাসপাতালে মারা যান। তিনি রেখে গেছেন তার একমাত্র ছেলে মুনাজ্জির শেহমত করিম, পুত্রবধু গুলনাজ আলম, তাঁর একমাত্র মেয়ে নওশিন ফারজানা করিম, জামাতা আমিনুল হক এবং ২ নাতি নাতনী।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "List of recipients of the Bronze Wolf Award"scout.org। WOSM। ২০২০-১১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০১ 

বহিঃসংযোগ

সম্পাদনা