মুজিবুর রহমান মঞ্জু
বাংলাদেশী রাজনীতিবিদ
(মজিবুর রহমান মঞ্জু থেকে পুনর্নির্দেশিত)
মুজিবুর রহমান মঞ্জু (জন্ম: ১৯৪৫-মৃত্যু: ১৮ মে ২০১৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের দুই বারের সফল সাবেক সংসদ সদস্য।[১][২]
মুজিবুর রহমান মঞ্জু | |
---|---|
কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ জুন ১৯৯৬ – ২০০৬ | |
পূর্বসূরী | আমির উদ্দিন আহমেদ |
উত্তরসূরী | জিল্লুর রহমান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪৫ কিশোরগঞ্জ জেলা |
মৃত্যু | ১৮ মে ২০১৫ জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, ভাগলপুর, বাজিতপুর উপজেলা, কিশোরগঞ্জ জেলা |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | তিন ছেলে, দুই মেয়ে |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনামুজিবুর রহমান মঞ্জু ১৯৪৫ সালে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বৃহত্তর শাহপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনামুজিবুর রহমান মঞ্জু কিশোরগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের জাতীয় অষ্টম জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২][৩] ২০০৮ সালের নির্বাচনে তিনি কাছে পরাজিত হন।[৪]
মৃত্যু
সম্পাদনামুজিবুর রহমান মঞ্জু ১৮ মে ২০১৫ সালে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৫][৬]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ প্রতিনিধি, কিশোরগঞ্জ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "কিশোরগঞ্জের সাবেক সাংসদ মুজিবুর রহমান নেই"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২০-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২২।
- ↑ "মজিবুর রহমান মন্জু"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-২২।
- ↑ "সাবেক সাংসদ মুজিবুর রহমান মঞ্জু মারা গেছেন | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০২-২২।
- ↑ "কিশোরগঞ্জে বিএনপির সাবেক সাংসদের ইন্তেকাল"। এনটিভি (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৫-১৮। সংগ্রহের তারিখ ২০২০-০২-২২।