মঙ্গল গ্রহের পৃষ্ঠতলের রং

মঙ্গল গ্রহের আবহাওয়ায় ধুলোর উপস্থিতির কারণে এর পৃষ্ঠতলকে দূর থেকে লালচে রঙের দেখায়।[] কাছ থেকে একে বাটারস্কচের মতো দেখায়। খনিজের উপস্থিতির ভিত্তিকে অন্যান্য রঙও প্রদর্শন করতে পারে, যেমন: সোনালি, বাদামি, সবজে, ইত্যাদি।

Yogi Rock, analyzed by the Sojourner rover (July 4, 1997)

মঙ্গল গ্রহের বিশেষ রঙের জন্যই মানব ইতিহাসের শুরুর ‍দিকে এটিকে অন্যান্য গ্রহ থেকে আলাদা করা সম্ভব হয়েছিল এবং এই গ্রহকে কেন্দ্র করে নানান যুদ্ধভিত্তিক রূপকথা গড়ে উঠেছিল। মঙ্গলের এ পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে প্রাচীন নামটি হলো “Har decher”, যা মিশরীয়রা দিয়েছিল।[] মঙ্গল গ্রহের রং ভারতীয় জ্যোতির্বিদ্যাতেও যথেষ্ট প্রভাব ফেলেছিল।

লাল রঙের কারণ

সম্পাদনা
 
Curiosity'স view of Martian soil and boulders after crossing the "Dingo Gap" sand dune (February 9, 2014; raw color).

সাম্প্রতিক পর্যবেক্ষণে জানা যায়, মঙ্গলের লাল রং এর গভীর পর্যন্ত বিস্তৃত। মঙ্গলীয় ধুলো লাল হওয়ার প্রধান কারণ এতে ফেরিক অক্সাইডের উপস্থিতি।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. NASA - Mars in a Minute: Is Mars Really Red? (Transcript ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ নভেম্বর ২০১৫ তারিখে)
  2. Kieffer, Hugh H., Bruce M. Jakosky, and Conway W. Snyder (1992), "The planet Mars: From antiquity to the present," in Mars, University of Arizona Press, Tucson, AZ, p. 2 [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১১-০৬-০৪ তারিখে আইএসবিএন ০-৮১৬৫-১২৫৭-৪