মঙ্গলদৈ লোকসভা কেন্দ্র

আসামের একটি লোকসভা নির্বাচনী এলাকা
(মঙ্গলদৈ (লোক সভা কেন্দ্র) থেকে পুনর্নির্দেশিত)

মঙ্গলদৈ হলো ভারতের আসামের একটি লোকসভা কেন্দ্র।

বিধানসভা খণ্ডসমূহ

সম্পাদনা

মঙ্গলদৈ লোকসভা কেন্দ্র নিম্নলিখিত বিধানসভা খণ্ডসমূহ নিয়ে গঠিত:[]

  • কমলপুর,
  • রঙিয়া,
  • নলবাড়ি,
  • পনেরি,
  • কলাইগাওঁ,
  • সিপাঝার,
  • মঙ্গলদৈ (তফসিলি জাতি),
  • দলগাঁও
  • উদালগুড়ি (অনুসূচিত জনজাতি) ও
  • মাঝবাট।

সংসদ সদস্য

সম্পাদনা
  • ১৯৬৭: হেম বড়ুয়া, প্রজা সমাজতন্ত্রী দল,
  • ১৯৭১ : ধনিধর দাস, ভারতীয় জাতীয় কংগ্রেস,
  • ১৯৭৭: হীরালাল পাটোয়ারী, জনতা পার্টি,
  • ১৯৮৫: সাইফুদ্দিন আহমেদ, আসাম গণপরিষদ,
  • ১৯৯১ : প্রবীণ ডেকা, ভারতীয় জাতীয় কংগ্রেস,
  • ১৯৯৬: বীরেন্দ্র প্রসাদ বৈস্য়, অসম গণপরিষদ,
  • ১৯৯৮: মাধব রাজবংশী, ভারতীয় জাতীয় কংগ্রেস,
  • ১৯৯৯: মাধব রাজবংশী, ভারতীয় জাতীয় কংগ্রেস,
  • ২০০৪: নারায়ণ চন্দ্র বরকাকতি, ভারতীয় জনতা পার্টি,
  • ২০০৯: রমেন ডেকা, ভারতীয় জনতা পার্টি,
  • ২০১৪ : রমেন ডেকা, ভারতীয় জনতা পার্টি।

সাধারণ নির্বাচন ২০১৪

সম্পাদনা
সাধারণ নির্বাচন, ২০১৪
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি রমেন ডেকা ৪,৮৬,৩৫৭ ৩৯.৪৪ ৮.২৯
বড়োল্য়াণ্ড পিপল্স ফ্রোন্ট সহদেব দাস ৮৬,৩৪৭ ৭.০০ -৯.৩১
কংগ্রেস কিরিজ চলিনা ৪,৬৩,৪৭৩ ৩৭.৫৮ +১২.০৮
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা পরেশ বৈশ্য় ৭৪,৭১০ ৬.০৬ -১২.১৯
অগপ মাধব রাজবংশী ৬৬,৪৬৭ ৫.৩৯ +৫.৩৯
নির্দল নটবরলাল দেব বর্মণ ৩,৮৪৭ ১.৫৮ ---
উপরের কেউই না উপরের কেউই না ১০,৭২২ ০.৮৭ ---
সংখ্যাগরিষ্ঠতা ২২,৮৮২ ১.৮৬ −৩.৭৯
ভোটার উপস্থিতি ১২,৩৩,২৩৭ ৮৮.৬১
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "List of Parliamentary & Assembly Constituencies" (পিডিএফ)Assam। Election Commission of India। ২০০৬-০৫-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৫