মক্কায় উসমানীয়দের প্রত্যাবর্তন ১৮১৩

মক্কায় উসমানীয়দের প্রত্যাবর্তন ১৮১৩ (তুর্কি: Mekke'nin Osmanlıya Dönüşü) বা মক্কার যুদ্ধ উসমানীয়-সৌদি যুদ্ধের সময় জেদ্দা পুনরুদ্ধার হওয়ার অল্প কয়েকদিন পর সংঘটিত হয়। এসময় দিরিয়ার সেনাবাহিনী ও মক্কার ১,০০০ জন লোক মুহাম্মদ আলি পাশাতুসান পাশার কাছে আত্মসমর্পণ করে। তারা উসমানীয় সাম্রাজ্যের পক্ষে শহর পুনরুদ্ধার করেছিলেন।

মক্কা ও জেদ্দায় উসমানীয় প্রত্যাবর্তন ১৮১৩
মূল যুদ্ধ: উসমানীয়-সৌদি যুদ্ধ

উসমানীয় মক্কা
তারিখজানুয়ারি ১৮১৩
অবস্থান
মক্কা, পশ্চিম আরব
ফলাফল উসমানীয়দের বিজয়
বিবাদমান পক্ষ
উসমানীয় সাম্রাজ্য উসমানীয় সাম্রাজ্য প্রথম সৌদি রাষ্ট্র
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
উসমানীয় সাম্রাজ্য মুহাম্মদ আলি পাশা
উসমানীয় সাম্রাজ্য তুসান পাশা
ফয়সাল বিন সৌদ আল কবির
শক্তি
২২,০০০ ১,০০০
হতাহত ও ক্ষয়ক্ষতি
কেউ না কেউ না

তথ্যসূত্র

সম্পাদনা