মকবুল সাবরি
মকবুল আহমেদ সাবরি (অক্টোবর ১২ ১৯৪৫ – সেপ্টম্বর ২১, ২০১১) একজন বিশিষ্ট কাওয়ালি গায়ক ছিলেন এবং সাবরি ব্রাদার্সনামক একটি নেতৃস্থানীয় কাওয়ালি দল, এর অন্যতম সদস্য ছিলেন।
মকবুল আহমেদ সাবরি | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | কল্যিয়ানা রোহতক, উত্তর পাঞ্জাব, ব্রিটিশ ভারত | ১২ অক্টোবর ১৯৪৫
মৃত্যু | সেপ্টম্বন ২১, ২০১১ (বয়স ৬৬) দক্ষিণ আফ্রিকা |
পেশা | সুফী গান, কাওয়ালি, কম্পোজার |
বাদ্যযন্ত্র | ভোকাল, হারমোনিয়াম |
কার্যকাল | ১৯৬৫-২০১১ |
পিতা-মাতা |
|
পুরস্কার | প্রাইড অব পারফরমেন্স |
প্রাথমিক জীবন
সম্পাদনামকবুল সাবরি পূর্ব পাঞ্জাবের কাল্যিয়ানায় জন্মগ্রহণ করেন। উত্তর ভারতীয় শাস্ত্রীয় ঐতিহ্য অনুযায়ী সঙ্গীতে তার হাতেকড়ি হয় তার পিতা উস্তাদ ইনায়েত হুসেন সাবরির কাছেই।
পারিবারিক জীবন
সম্পাদনাতিনি ফাতিমা নামে এক ভদ্র মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে এক পুত্র এবং চার কন্যা সন্তান জন্মগ্রহণ করে।[১]
মৃত্যু
সম্পাদনামকবুল সাবরি হৃদযন্ত্রের সমস্যা এবং ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে প্রায় দুইমাস ধরে চিকিৎসাধীন ছিলেন।তিনি দক্ষিণ আফ্রিকায় সেপ্টম্বর ২১, ২০১১ খ্রিষ্টাব্দে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার সমাধি তার পিতা ইনায়েত সাবরি এবং বড় ভাই গোলাম ফরিদ সাবরির পাশেই অবস্থিত।[২][৩][৪]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.pakistantoday.com.pk/2011/10/16/city/karachi/founder-member-of-the-sabri-brothers-masters-of-qawwali/
- ↑ "Maqbool Ahmed Sabri: Saying goodbye"। The Express Tribune।
- ↑ "Obituary: Maqbool Sabri of Sabri Brothers passes away"। The Express Tribune।
- ↑ "Maqbool Sabri obituary"। apnaorg.com। ১ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৫।