মঈনুল আহসান সাবের
বাংলাদেশি কথাসাহিত্যিক ও প্রকাশক
(মইনুল আহসান সাবের থেকে পুনর্নির্দেশিত)
মঈনুল আহসান সাবের (জন্ম ২৬ মে ১৯৫৮) একজন বাংলাদেশি সাহিত্যিক। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০১৯ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। এছাড়াও তিনি বাংলা একাডেমি পদক লাভ করেছেন। [১] উল্লেখ্য, তাঁর পিতা ছিলেন কবি আহসান হাবীব।
শিক্ষা
সম্পাদনামাধ্যমিক: ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা (১৯৭৩) উচ্চ মাধ্যমিক: ঢাকা কলেজ (১৯৭৫) স্নাতক সম্মান (সমাজবিজ্ঞান): ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৮) স্নাতকোত্তর (সমাজবিজ্ঞান): ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৯)
পেশা
সম্পাদনাকার্যনির্বাহী সম্পাদক: সাপ্তাহিক ২০০০, লেখালেখি। প্রকাশক: দিব্য প্রকাশ।
পুরস্কার
সম্পাদনা- বাপী শাহরিয়ার শিশুসাহিত্য পুরস্কার (১৯৯১)
- ফিলিপস পুরস্কার
- হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯৬)
- ভাষা ও সাহিত্যে একুশে পদক (২০১৯)
কর্মতালিকা
সম্পাদনাপ্রকাশিত গ্রন্থ
সম্পাদনা- পরাস্ত সহিস (১৯৮২)
- অরক্ষিত জনপদ (১৯৮৩)
- স্বপ্নযাত্রা (১৯৮৪)
- আগমন সংবাদ (১৯৮৪)
- মামুলী ব্যাপার (১৯৮৪)
- চারদিক খোলা (১৯৮৫)
- একবার ফেরাও (১৯৮৫)
- আদমের জন্য অপেক্ষা (১৯৮৬)
- আগামী দিনের গল্প (১৯৮৭)
- পাথর সময় (১৯৮৯)
- এসব কিছুই না (১৯৮৯)
- লাল বাড়ির অদ্ভুত ভূত (১৯৮৯)
- ভিড়ের মানুষ (১৯৯০)
- এরকমই (১৯৯০)
- কেউ জানে না (১৯৯০)
- কোনো একদিন (১৯৯০)
- মানুষ যেখানে যায় না (১৯৯০)
- এক রাত (১৯৯০),
- চার তরুণ-তরুণী (১৯৯০),
- কয়েকজন অপরাধী (১৯৯০),
- পরাজয় (১৯৯০),
- লিলিপুটরা বড় হবে (১৯৯০),
- বাংলাদেশের ফুটবল তারকা (১৯৯০),
- সীমাবদ্ধ (১৯৯১),
- অচেনা জায়গায় (১৯৯১),
- কয়েকটি প্রেমপত্র (১৯৯১),
- সতের বছর পর (১৯৯১),
- এ এক জীবন (১৯৯১),
- অপরাজিতা (১৯৯১), ফেরা হয় না (১৯৯১),
- অগ্নিগিরি (১৯৯১),
- ধারাবাহিক কাহিনী (১৯৯২),
- অপেক্ষা (১৯৯২),
- কবেজ লেঠেল (১৯৯২),
- হারানো স্বপ্ন (১৯৯২),
- দুই বোন (১৯৯২),
- নীল খাম (১৯৯২),
- না (১৯৯২),
- সে তোমাকে পাবে না (১৯৯২)
- মুন্নী (১৯৯২)
- লজ্জা (১৯৯২)
- ভূতের থাকা না থাকা (১৯৯২)
- সুদূর (১৯৯৩),
- প্রেম ও প্রতিশোধ (১৯৯৩),
- স্বজন (১৯৯৩),
- তুমি আমাকে নিয়ে যাবে (১৯৯৩),
- মঈনুল আহসান সাবেরের প্রেমের গল্প (১৯৯৩),
- এক ঝলক আলো (১৯৯৪),
- দুপুর বেলা (১৯৯৫),
- মৌমাছি ও কাঠুরিয়া (১৯৯৬),
- তিন সাংবাদিক ভূত (১৯৯৭),
- মুক্তিযোগ্দধা আব্দুল মালেকের হাসি (১৯৯৭),
- সংসার যাপন (১৯৯৭),
- মৃদু নীল আলো (১৯৯৭),
- রেলস্টেশনে অজানা গল্প (১৯৯৮),
- জ্যোতির্ময়ী, তোমাকে বলি (১৯৯৮),
- যোগাযোগ (১৯৯৮),
- নির্বাচিত প্রেমের উপন্যাস (১৯৯৯),
- ঠাট্টা (১৯৯৯),
- অবসাদ ও আড়মোড়ার গল্প (১৯৯৯),
- ফিরে আসা (১৯৯৯),
- নির্বাচিত গল্প (১৯৯৯),
- ব্যক্তিগত (২০০০),
- বৃষ্টির দিন (২০০০),
- খুনের আগে ও পরে (২০০০),
- সবচেয়ে সুন্দর (২০০০),
- এটা আমার একার গল্প (২০০১),
- কেউ একত্রে অপেক্ষা করছে (২০০১),
- উপন্যাসসমগ্র (২০০১),
- কিশোর সমগ্র (২০০৩),
- ১৬ ডিসেম্বর ১৯৭১ (২০০৩),
- আমাদের খনজনপুর (২০০৪),
- পরের ঘটনা (২০০৪),
- শরীরের গল্প (২০০৪),
- যে কেউ না, তার সঙ্গে (২০০৫),
- সুকুমারের লজ্জা (২০০৫),
- তিলকের গল্প (২০০৬),
- দূরের ঐ পাহাড়চূড়ায় (২০০৬),
- এই দেখা যায় বাংলাদেশ (২০০৬),
- ঋষি ও নারী (২০০৫),
- আখলাকের ফিরে আসা (২০১৪),
- কাফকা আসবে (২০১৯) ।
লেখা নিয়ে নির্মিত নাটক
সম্পাদনা- পাথর সময়, না প্রভৃতি
নির্মিত চলচ্চিত্র
সম্পাদনা- লিলিপুটেরা বড় হবে
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "একুশে পদক ২০১৯ পাচ্ছেন ২১ বিশিষ্ট নাগরিক"। দৈনিক কালের কণ্ঠ। ৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯।