মোংলা উপজেলা
মোংলা উপজেলা বাংলাদেশের বাগেরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।
মোংলা | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে মোংলা উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°২৯′১৪″ উত্তর ৮৯°৩৬′৩২″ পূর্ব / ২২.৪৮৭২২° উত্তর ৮৯.৬০৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | বাগেরহাট জেলা |
আয়তন | |
• মোট | ১,৪৬১.২২ বর্গকিমি (৫৬৪.১৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৭৮,৫০৩ |
• জনঘনত্ব | ১২০/বর্গকিমি (৩২০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ০১ ৫৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনামোংলা উপজেলা বাংলাদেশের দক্ষিণে অবিস্থত। এটি বাগেরহাট জেলার অন্তর্গত। এর আয়তন ১,৪৬১.২২ বর্গকিলোমিটার [২]। এই উপজেলার উত্তরে রামপাল উপজেলা, দক্ষিণে সুন্দরবন ও বঙ্গোপসাগর, পূর্বে মোড়েলগঞ্জ উপজেলা ও শরণখোলা উপজেলা, পশ্চিমে খুলনা জেলার দাকোপ উপজেলা। মংলা উপজেলায় দুটি নদী অবস্থিত পশুর ও মংলা নদী।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাএই উপজেলার ইউনিয়ন সমূহ -
পেশা
সম্পাদনাকৃষি:২১.৪১% জেলে:৬.২৩% কৃষি শ্রমিক:১৩.৩৯% ব্যবসা বাণিজ্য:১৫.০৯% পরিবহন:১.৯৪% চাকরি:১৬.২৭% অন্যান্য:১৩.২৬%
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনামংলার জনসংখ্যা প্রায় ১৩৭৯৪৭। পুরুষ:৫৪.৭৩% নারী:৪৫.২৪% মংলা উপজেলার জনসংখ্যা ৭৭৯৯৫
ধর্মের শতকরা হার
সম্পাদনামুসলিম:৭১.৩১% হিন্দু:২৪.৯৫% অন্য:৩১.৭৪% মসজিদ আছে ৮৪ টি, মন্দির আছে ২৯ টি, টম্ফ ২টি, গীর্জা ১১টি।
শিক্ষা
সম্পাদনাশিক্ষা ও সাক্ষরতার হার ৪২.৮০% পুরুষ ৪৯.৬% মহিলা ৩৪.২%
কলেজ ৪টি, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ০১টি,মাধ্যমিক বিদ্যালয় ২০টি, জুনিয়র স্কুল একটি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ১টি, বেসরকারকারি প্রাথমিক বিদ্যালয় ২৯টি, মাদ্রাসা ১৮টি।
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
সম্পাদনাবিবিধ
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মোংলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫।
- ↑ Moshfequr Rahman। "Mongla Upazila"। বাংলাপিডিয়া। ৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫।
বহিঃসংযোগ
সম্পাদনাখুলনা বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |