ভোলাগঞ্জ স্থলবন্দর
ভোলাগঞ্জ স্থলবন্দর বাংলাদেশের ২৪তম নির্মানাধীন স্থলবন্দর যা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ নামক স্থানে অবস্থিত।[১] এটি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের আওতাধীন।[২] এর বিপরীতে ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলা অবস্থিত।[ভাল উৎস প্রয়োজন]
ভোলাগঞ্জ স্থলবন্দর | |
---|---|
অবস্থান | |
অবস্থান | ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট |
স্থানাঙ্ক | ২৫°০৯′০৫″ উত্তর ৯১°৪৪′৪৩″ পূর্ব / ২৫.১৫১৪৪৫৯° উত্তর ৯১.৭৪৫২০৩৬° পূর্ব |
বিস্তারিত | |
চালু | নির্মানাধীন |
পরিচালনা করে | বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ |
মালিক | বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ |
পোতাশ্রয়ের ধরন | সরকারি স্থলবন্দর |
স্থলবন্দর হিসাবে ঘোষণা | ২০১৯ |
পরিসংখ্যান | |
ওয়েবসাইট https://www.blpa.gov.bd/ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দেশের ২৪তম স্থলবন্দর 'ভোলাগঞ্জ'"। জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১০।
- ↑ "বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ"। www.blpa.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২৪-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১০।