ভেরা হিঙ্গোরানি
ভেরা হিঙ্গোরানি (২৩শে ডিসেম্বর ১৯২৪ - ২৩শে এপ্রিল ২০১৮) ছিলেন একজন ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ, প্রসূতি বিশেষজ্ঞ এবং চিকিৎসা বিষয়ক লেখক, যিনি অল ইণ্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস- এর স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং প্রধান ছিলেন।
ভেরা হিঙ্গোরানি | |
---|---|
জন্ম | বুবাক, ভারত | ২৩ ডিসেম্বর ১৯২৪
মৃত্যু | ২৩ এপ্রিল ২০১৮ হিউস্টন, ইউ.এস. | (বয়স ৯৩)
পেশা | স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রসূতি বিশেষজ্ঞ |
পরিচিতির কারণ | স্ত্রীরোগবিদ্যা |
পিতা-মাতা | টেকল্যাণ্ড হটচাঁদ লীলাবতী |
পুরস্কার | পদ্মশ্রী |
তিনি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের জন্য একজন সম্মানীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও প্রসূতি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।[১] ভারত সরকার তাঁকে ১৯৮৪ সালে চতুর্থ সর্বোচ্চ ভারতীয় বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত করে।[২]
জীবনী
সম্পাদনাভেরা হিঙ্গোরানি ১৯২৪ সালের ২৩শে ডিসেম্বর, ভারতের বুবাক অঞ্চলে (স্বাধীনতাপূর্ব সিন্ধু প্রদেশ) জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ও মায়ের নাম ছিল যথাক্রমে টেকল্যাণ্ড এবং লীলাবতী হটচাঁদ। ভেরা হিঙ্গোরানি ১৯৪৭ সালে লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ থেকে মেডিসিনে স্নাতক হন।[৩] স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় বিশেষীকরণের পর, তিনি ১৯৫৯ সালে নতুন দিল্লির অল ইণ্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে যোগদান করেন এবং স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধানের পদে উন্নীত হন, এই পদটিতে তিনি ১৯৮৬ সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন।[৩] এইমস থেকে পরিকল্পিত অবসর নেওয়ার পরে, ১৯৮৭ সালে তিনি বাত্রা হাসপাতাল এবং মেডিকেল রিসার্চ সেন্টারে যোগ দেন।[৩] ১৯৯৬ সাল পর্যন্ত সেখানে কাজ করেন এবং ১৯৯৭ সালে পরামর্শক হিসাবে কাজ করার জন্য এইমস-এ ফিরে আসেন।[৩]
ভেরা হিঙ্গোরানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন ক্লিনিকাল ডিরেক্টর ছিলেন এবং স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার বিষয়ে বেশ কয়েকটি নিবন্ধ এবং চিকিৎসা সংক্রান্ত গবেষণাপত্র লিখেছিলেন।[১] তিনি আমেরিকান কংগ্রেস অফ অবস্টেট্রিশিয়ানস অ্যাণ্ড গাইনোকোলজিস্টের একজন সাম্মানিক ফেলো (১৯৭৭)[৪] এবং ন্যাশনাল একাডেমি অফ মেডিক্যাল সায়েন্সেসের একজন নির্বাচিত ফেলো ছিলেন।[৫] তিনি ১৯৮৪ সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী বেসামরিক পুরস্কার পেয়েছিলেন।[২]
ভেরা হিঙ্গোরানি তাঁদের পরিচালনা দলের সদস্য হিসাবে ভারত থেকে যক্ষ্মা নির্মূলের জন্য কাজ করা একটি বেসরকারি সংস্থা অপারেশন আশা -র সাথে জড়িত ছিলেন।[৩] তিনি আই বি হিঙ্গোরানিকে বিবাহ করেছিলেন এবং তাঁরা নতুন দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় থাকতেন।[৬]
মৃত্যু
সম্পাদনা২০১৮ সালের ২৩শে এপ্রিল ভেরা হিঙ্গোরানি টেক্সাসের হিউস্টনে ৯৩ বছর বয়সে মারা যান।[৭]
নির্বাচিত গ্রন্থপঞ্জি
সম্পাদনা- লোচিয়া অ্যাণ্ড মেনস্ট্রুয়াল প্যাটার্ন ইন উইমেন উইথ পোস্টপার্টাম আইইউসিডি ইনসার্শন[৮]
- ইউ অ্যাণ্ড ইয়োর হেলথ[৯]
- এ নিউ সাইন ফর ডিফারেনশিয়াল ডায়াগনসিস অফ ওভারিয়ান টিউমার উইথ প্রেগন্যান্সি[১০]
- ল্যাকটেশান অ্যাণ্ড ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া উইথ পোর্ট-পার্টাম আইইউসিডি ইনসার্শন[১১]
- জেনিটাল ট্র্যাক্ট প্যাপিলোমাস উইথ প্রেগন্যান্সি[১২]
আরও দেখুন
সম্পাদনা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Mini Sood (২০০৫)। The Growth Restricted Baby Of The Tropics। New Age International। পৃষ্ঠা 155। আইএসবিএন 9788122416411।
- ↑ ক খ "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৫।
- ↑ ক খ গ ঘ ঙ December 1924Bubak, Known for GynecologyName Vera HingoraniAwards Padma ShriBorn 23; Hotchand, IndiaOccupation Gynecologist ObstetricianParents Tecklaand; Jalalabadi, Leelawati (২০১৪-০১-১৮)। "Vera Hingorani - Alchetron, The Free Social Encyclopedia"। Alchetron.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৭।
- ↑ "ACM Service Awards and Honorary Fellowships"। American Congress of Obstetricians and Gynecologists। ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৫।
- ↑ "List of Fellows - NAMS" (পিডিএফ)। National Academy of Medical Sciences। ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬।
- ↑ "Constituency details" (পিডিএফ)। Government of Delhi। ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৫।
- ↑ AOGD Bulletin, Vol. 18, No.1; May, 2018, pg. 31, Obituary: Dr. V. Hingorani
- ↑ Vera Hingorani; Uma Bai (নভেম্বর ১৯৭০)। "Lochia and menstrual patterns in women with postpartum IUCD insertions": 989–990। ডিওআই:10.1016/0002-9378(70)90347-9। পিএমআইডি 5496057।
- ↑ Vera Hingorani (অক্টোবর ১৯৮৪)। You and Your Health। Yojana। পৃষ্ঠা 33–4। আইএসবিএন 9788176253895। পিএমআইডি 12340097।
- ↑ Vera Hingorani (১৯৬৬)। "A New Sign for Differential Diagnosis of Ovarian Tumour with Pregnancy": 155। ডিওআই:10.1111/j.1471-0528.1966.tb05138.x।
- ↑ Vera Hingorani; G. R. Uma Bai (১৯৭০)। "Lactation and Lactational Amenorrhoea with Port-partum IUCD Insertions" (পিডিএফ): 513–515। ডিওআই:10.1530/jrf.0.0230513 । পিএমআইডি 4923671। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ Vera Hingorani; Ranjit Kaur (এপ্রিল ১৯৬১)। "Genital Tract Papillomas with Pregnancy": 288–291। ডিওআই:10.1111/j.1471-0528.1961.tb02726.x। পিএমআইডি 13714447।