ভূত আয়া
ভারতীয় লোমহর্ষক টেলিভিশন ধারাবাহিক
ভূত আয়া (বাংলা: যখন ভূত আসে) হলো আকাশদীপ সাবির নির্মিত ও কৈশব আরোরা প্রযোজিত সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের অধীনে আয়ুশ রাইনা পরিচালিত হিন্দি ভাষার ডকুমেন্টারি টেলিভিশন ধারাবাহিক। ধারাবাহিকটির পটভূমি ভারতের লোকজনের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা ও অভিজ্ঞতা। গৌরব তিওয়ারি এতে অলৌকিক বিশেষজ্ঞ বিনিয়োগকারী, একটি মুখ্য ভূমিকায় রয়েছেন।[১] [২] ২৩টি পর্ব, ধারাবাহিকটি ১৩ অক্টোবর ২০১৩ এ সম্প্রচার হওয়া শুরু হয় এবং ৬ই এপ্রিল ২০১৪ এ শেষ হয়। এটি সনি আট চ্যানেলে "যখন ভূত আসে" নামে বাংলা ডাবিং করিয়ে সম্প্রচার হয়েছিল।
ভূত আয়া | |
---|---|
নির্মাতা | আকাশদীপ সাবির |
লেখক | মঞ্জিত খাতদা শাহীন ইকবাল |
পরিচালক | আয়ুশ রাইনা |
সৃজনশীল পরিচালক | আকাশদীপ সাবির |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ২৩ |
নির্মাণ | |
প্রযোজক | আকাশদীপ সাবির |
সম্পাদক | নিহাল আহমেদ |
ক্যামেরা সেটআপ | একাধিক ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ৩০ মিনিট |
নির্মাণ কোম্পানি | সিনেটেক টেলিফিল্ম প্রাঃ লিঃ |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন |
ছবির ফরম্যাট | 576i 1080i (HDTV) |
মূল মুক্তির তারিখ | ১৩ অক্টোবর ২০১৩ ৬ এপ্রিল ২০১৪ | –
ওয়েবসাইট |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bhoot Aaya to Fear Files: Paranormal TV shows of ghostbuster Gaurav Tiwari"। Hindustan Times। ১২ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২।
- ↑ Malvania, Urvi (৯ অক্টোবর ২০১৩)। "SET beings back the chills with Bhoot Aaya"। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২ – Business Standard-এর মাধ্যমে।
বহিঃসংযোগ
সম্পাদনা- SET ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট
- SET এশিয়াতে ভূত আয়া ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ অক্টোবর ২০১৩ তারিখে