ভি সি পলানিস্বামী গাউন্ডার

ভি সি পলানিস্বামী গাউন্ডার (মৃত্যু: ১৫ এপ্রিল ১৯৬৫) একজন ভারতীয় বণিক এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ, যিনি সি রাজাগোপালচারীর মন্ত্রিসভায় মাদ্রাজ রাজ্যের নিষিদ্ধ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং কে কমরাজের মন্ত্রিপরিষদে পশুপালন ও হরিজন কল্যাণ মন্ত্রী ছিলেন।

কোয়েম্বাটুরে স্থানীয়, গাউন্ডার ধনী টেক্সটাইল ব্যবসায়ী পরিবারের সদস্য। ১৯৩৭ সালে, গাউন্ডার প্রদেশের তুলা-চাষীদের প্রতিনিধিত্ব করে মাদ্রাজ আইন পরিষদে মনোনীত হন। গাউন্ডার ১৯৬৫ সালের ১৫ এপ্রিল মারা যান। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Madras Legislative Assembly - Third Assembly" (পিডিএফ)Election Commission of India। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১