ভি. এম. রাজালক্ষ্মী
ভারতীয় রাজনীতিবিদ
ভি. এম. রাজালক্ষ্মী একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ১৫তম তামিলনাড়ু বিধানসভার সদস্য। তিনি এআইএডিএমকে’র প্রার্থী হিসাবে শঙ্করঙ্কোয়েল আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
জয়ললিতা ভি. এম. রাজলক্ষ্মীকে আদি দ্রাবিড় ও উপজাতি কল্যাণ মন্ত্রী হিসাবে ২০১৬ সালের মে মাসে নিয়োগ করেছিলেন। এটি ছিলতামিলনাড়ু সরকারের প্রথম মন্ত্রিসভা পদ। । [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Jayalalithaa and her 28-member Cabinet to be sworn in on May 23"। The Hindu। ২১ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪।