ভিয়ারিয়াল ফুটবল ক্লাব
ভিয়ারিয়াল ফুটবল ক্লাব (সাধারণত ভিয়ারিয়াল সিএফ অথবা শুধুমাত্র ভিয়ারিয়াল নামে পরিচিত) হচ্ছে ভিয়ারিয়াল ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ লা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯২৩ সালের ১০ই মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ভিয়ারিয়াল তাদের সকল হোম ম্যাচ ভিয়ারিয়ালের এস্তাদিও দে লা সেরামিকায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৪,৮৯০।[১] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মার্সেলিনো গার্সিয়া তোরাল এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফের্নান্দো রজ। স্পেনীয় রক্ষণভাগের খেলোয়াড় রাউল আলবিয়ল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | ভিয়ারিয়াল ফুটবল ক্লাব এস.এ.ডি. | |||
---|---|---|---|---|
ডাকনাম | এল সাবমেরিনো আমারিয়ো (হলুদ সাবমেরিনো) | |||
প্রতিষ্ঠিত | ১০ মার্চ ১৯২৩ ক্লাব দেপোর্তিভো ভিয়ারিয়াল হিসেবে ২৫ আগস্ট ১৯৪৭ ক্লাব আতলেতিকো ফোগেতেকাস হিসেবে | |||
মাঠ | এস্তাদিও দে লা সেরামিকা | |||
ধারণক্ষমতা | ২৩,০০৮ | |||
মালিক | ফের্নান্দো রজ | |||
সভাপতি | ফের্নান্দো রজ | |||
প্রধান কোচ | মার্সেলিনো গার্সিয়া তোরাল | |||
লিগ | লা লিগা | |||
২০২২–২৩ | ৫ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, ভিয়ারিয়াল এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে, যেটি হচ্ছে তেরসেরা ডিভিশন শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যেগুলো হচ্ছে ২০০৩ উয়েফা ইন্টারটোটো কাপ এবং ২০০৪ উয়েফা ইন্টারটোটো কাপ।
অর্জন
সম্পাদনাঘরোয়া
সম্পাদনা- লা লিগা
- রানার-আপ (১): ২০০৭–০৮
- সেহুন্দা ডিভিশন
- রানার-আপ (১): ২০১২–১৩
- সেহুন্দা ডিভিশন বি
- তেরসেরা ডিভিশন
- চ্যাম্পিয়ন (১): ১৯৭০
আন্তর্জাতিক
সম্পাদনা- উয়েফা চ্যাম্পিয়নস লিগ
- সেমি ফাইনাল (১): ২০০৫–০৬
- উয়েফা ইউরোপা লিগ
- উয়েফা ইন্টারটোটো কাপ
আরও দেখুন
সম্পাদনা- ভিয়ারিয়াল ফুটবল ক্লাব বি – ভিয়ারিয়ালের দ্বিতীয় স্তরের দল
- ভিয়ারিয়াল ফুটবল ক্লাব সি – ভিয়ারিয়ালের তৃতীয় স্তরের দল
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Jones, Rich (২০১৯-০২-০৯)। "We ranked the top 10 stadium in La Liga - with a surprise No.1"। mirror। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (স্পেনীয়) (কাতালান) (ইংরেজি)
- লা লিগায় ভিয়ারিয়াল ফুটবল ক্লাব (স্পেনীয়) (ইংরেজি)
- উয়েফায় ভিয়ারিয়াল ফুটবল ক্লাব (স্পেনীয়) (ইংরেজি)