ভিক্টর ওসিমহেন

নাইজেরীয় ফুটবলার

ভিক্টর জেমস ওসিমহেন (ইংরেজি: Victor Osimhen; জন্ম: ২৯ ডিসেম্বর ১৯৯৮; ভিক্টর ওসিমহেন নামে সুপরিচিত) হলেন একজন নাইজেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব নাপোলি এবং নাইজেরিয়া জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ভিক্টর ওসিমহেন
২০২৩ সালে নাপোলির হয়ে ওসিমহেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ভিক্টর জেমস ওসিমহেন
জন্ম (1998-12-29) ২৯ ডিসেম্বর ১৯৯৮ (বয়স ২৫)
জন্ম স্থান লাগোস, নাইজেরিয়া
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
নাপোলি
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৩৪, ৯ মে ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৫ সালে, ওসিমহেন নাইজেরিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে নাইজেরিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত নাইজেরিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৭ সালে নাইজেরিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নাইজেরিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৪ ম্যাচে ১৫টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ভিক্টর জেমস ওসিমহেন ১৯৯৮ সালের ২৯শে ডিসেম্বর তারিখে নাইজেরিয়ার লাগোসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

ওসিমহেন নাইজেরিয়া অনূর্ধ্ব-১৭ এবং নাইজেরিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। নাইজেরিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ১১ ম্যাচে অংশগ্রহণ করে ১৩টি গোল এবং একটি শিরোপা জয়লাভ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
৯ মে ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
নাইজেরিয়া ২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১
২০২২
২০২৩
সর্বমোট ২৪ ১৫

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Team 2022/23 – SSC Napoli" [দল ২০২২/২৩ – সোচেতা স্পোর্তিভা কালচো নাপোলি]। sscnapoli.it (ইতালীয় ভাষায়)। নাপোলি: সোচেতা স্পোর্তিভা কালচো নাপোলি। ২৪ মে ২০২২। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  2. "NAPOLI" [নাপোলি]। legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। ২৪ এপ্রিল ২০২৩। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা