ভালোবাসা এক্সপ্রেস
ভালোবাসা এক্সপ্রেস (পূর্বনির্ধারিত নাম রেড – দ্য কালার অফ লাভ নামেও পরিচিত) হচ্ছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্র পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি এবং প্রযোজনা করেছেন আবুল কালাম। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এছাড়াও আহমেদ শরীফ, মিশা সওদাগর, আফজাল শরীফ, আব্দুল্লাহ সাকি, ডিজে সোহেলসহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।[১][২][৩]
ভালোবাসা এক্সপ্রেস | |
---|---|
পরিচালক | সাফি উদ্দিন সাফি |
প্রযোজক | আবুল কালাম |
চিত্রনাট্যকার | আব্দুল্লাহ জহির বাবু |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আহমেদ হুমায়ুন |
প্রযোজনা কোম্পানি | তিতাস কথাচিত্র |
পরিবেশক | তিতাস কথাচিত্র |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়
সম্পাদনা- শাকিব খান - তুর্য খান
- অপু বিশ্বাস - বন্যা মির্জা
- মিম চৌধুরী[৪] - তামান্না
- আহমেদ শরীফ
- মিশা সওদাগর - শাফক্বাত মির্জা
- আফজাল শরীফ - কুতুব
- আব্দুল্লাহ সাকি
- ডিজে সোহেল
- জাদু আজাদ
প্রযোজনা
সম্পাদনা২০১৩ সালের ডিসেম্বরে চলচ্চিত্রটির চিত্রায়ণ শুরু হয়। শুরুতে চলচ্চিত্রটির নাম ছিল রেড – দ্য কালার অব লাভ। পরে পরিচালক এর নাম পরিবর্তন করে ভালোবাসা এক্সপ্রেস রাখেন।[৫][৬]
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ২০১৪ সালের ৯ মে অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৭][৮][৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অগ্নিপরীক্ষায় 'ভালবাসা এক্সপ্রেস'"। মানবজমিন। ২০২০-০৫-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-৩০।
- ↑ Times, The Dhaka। "৯ মে মুক্তিপাচ্ছে শাকিব-অপুর নতুন ছবি 'ভালোবাসা এক্সপ্রেস'"। The Dhaka Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-৩০।
- ↑ "আগামীকাল মুক্তি পাচ্ছে ভালোবাসা এক্সপ্রেস"। সমকাল। ৮ মে ২০২০। ৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২০।
- ↑ "মিম চৌধুরী : আকাশছোঁয়া স্বপ্ন যার"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৩-৩০।
- ↑ "এবার অপুর ভালোবাসা এক্সপ্রেস"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-৩০।
- ↑ "বিরক্ত শাকিব"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-৩০।
- ↑ "শুক্রবার অপুর ভালোবাসা এক্সপ্রেস"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-৩০।
- ↑ "সারা দেশেই 'ভালোবাসা এক্সপ্রেস'"। risingbd.com। ২০১৪-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০২০-০৩-৩০।
- ↑ "Bhalobasha Express hits the cinemas"। ঢাকা ট্রিবিউন। ৯ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে ভালোবাসা এক্সপ্রেস