ভালোবাসার উত্তাপ
ভালোবাসার উত্তাপ হল ২০১৯ সালের একটি বাংলাদেশি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শহীদুল আলম সাচ্চু ও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ইমন, মিষ্টি মারিয়া, অরুণা বিশ্বাস সহ আরো অনেকে।
ভালোবাসার উত্তাপ | |
---|---|
পরিচালক | শহীদুল আলম সাচ্চু |
প্রযোজক | আবদুর রহমান |
রচয়িতা | অরুণ চৌধুরী |
শ্রেষ্ঠাংশে | ইমন মিষ্টি মারিয়া অরুণা বিশ্বাস |
চিত্রগ্রাহক | সুজন মেহমুদ |
সম্পাদক | শওকত আলী রানা |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি | ৭ জুন ২০১৯ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়ে
সম্পাদনামুক্তি
সম্পাদনারোযার ঈদ উপলক্ষে ২০১৯ সালের ৭ জুন সকাল সাড়ে এগারোটায় চলচ্চিত্রটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয়।[১][২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চ্যানেল আইতে ৬ দিনে ৭ নতুন ছবি"। বাংলা ট্রিবিউন। ১৪ মে ২০১৯। ৯ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৯।
- ↑ "ঈদের তৃতীয় দিনে চ্যানেল আইয়ে 'ভালোবাসার উত্তাপ' এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার"। চ্যানেল আই। ৬ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৯।