ভার্জিনিয়া স্টারচার
ওয়েস্ট ভার্জিনিয়ার মার্কিন রাজনীতিবিদ ও স্কুলশিক্ষক
ভার্জিনিয়া রে "গিনি" স্টারচার (২৩ ফেব্রুয়ারি, ১৯৩০ - ১৯ ডিসেম্বর, ২০১২) ছিলেন ওয়েস্ট ভার্জিনিয়ার একজন মার্কিন রাজনীতিবিদ ও স্কুলশিক্ষক, যিনি ১৯৮৭-১৯৯১ সাল পর্যন্ত জ্যাকসন কাউন্টি এবং মেসন কাউন্টির একটি অংশের প্রতিনিধিত্ব করেছিলেন। [১] [২]
ভার্জিনিয়া স্টারচার | |
---|---|
ওয়েস্ট ভার্জিনিয়া হাউস অফ ডেলিগেটস-এর সদস্য ১১তম জেলা থেকে | |
কাজের মেয়াদ ১৯৮৭ – ১৯৯১ | |
পূর্বসূরী | বিল কারমাইকেল |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ভার্জিনিয়া রাই জোলিফ ২৩ ফেব্রুয়ারি ১৯৩০ হুইলিং, ওয়েস্ট ভার্জিনিয়া |
মৃত্যু | ১৯ ডিসেম্বর ২০১২ হাবার্ড হসপিস হাউস, চার্লসটন, ওয়েস্ট ভার্জিনিয়া | (বয়স ৮২)
রাজনৈতিক দল | ডেমোক্রেট |
দাম্পত্য সঙ্গী | হ্যারল্ড স্টারচার |
সন্তান | মার্ক ও অ্যান |
পিতামাতা | রায় ও এলা জোলিফ |
প্রাক্তন শিক্ষার্থী | ওয়েম্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় |
প্রাথমিক জীবন ও শিক্ষা
সম্পাদনাতিনি ওয়েস্ট ভার্জিনিয়ার হুইলিংয়ে রায় ও এলা জোলিফের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার আগে তিনি ক্যামেরন, পশ্চিম ভার্জিনিয়াতে স্কুলে পড়াশোনা করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Lannom, Andrea (নভেম্বর ৬, ২০১৪)। "Lawsuit claims tainted meatloaf killed former delegate, husband"। Charleston Daily Mail। ডিসেম্বর ২০, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২০, ২০১৪।
- ↑ "HOUSE RESOLUTION NO. 30"। West Virginia House of Delegates। মার্চ ২৯, ২০১৩। ডিসেম্বর ১৯, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২২, ২০২৪।