ভারত বিচিত্রা
ভারত বিচিত্রা বাংলাদেশের ঢাকায় ভারতীয় হাই কমিশন কর্তৃক প্রকাশিত একটি বাংলা ভাষার মাসিক সাময়িকী। এটি ১৯৭৩ সালে প্রথম প্রকাশিত হয়েছিল।[২]
সম্পাদক | অরবিন্দ চক্রবর্তী[১] |
---|---|
বিভাগ | সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ভ্রমণ, কবিতা |
প্রকাশনা সময়-দূরত্ব | মাসিক |
প্রকাশক | ভারতীয় হাই কমিশন, ঢাকা |
প্রথম প্রকাশ | এপ্রিল ১৯৭৩ |
দেশ | বাংলাদেশ |
ভিত্তি | ঢাকা |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনা১৯৭৩ সালের এপ্রিলে সাহিত্য ও সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে প্রথম ভারত বিচিত্রা প্রকাশ করা হয়। এ পত্রিকাটিতে বাংলাদেশ এবং ভারতের প্রথম সারির কবি-সাহিত্যকরা লিখেছেন।[১][৩] ২০১৫ সালের শুরুর দিকে থেকে এটি অনলাইনেও প্রকাশ হচ্ছে।[৪] দীর্ঘ সময় এ পত্রিকার সম্পাদক ছিলেন কবি বেলাল চৌধুরী।[৫] ১৯৯৭ সালে বেলাল চৌধুরী অব্যাহতি নেয়ার পড় তার স্থলাভিষিক্ত হন নান্টু রায়। বর্তমানে এর সম্পাদক হচ্ছেন অরবিন্দ চক্রবর্তী।[৬]
বিবরণ
সম্পাদনাভারত বিচিত্রার প্রতিটি সংখ্যায় ভারতের সংস্কৃতি, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, কবিতা, বর্তমান ঘটনাগুলির উপর নিবন্ধ, সাক্ষাৎকার, ভ্রমণকাহিনী এবং গল্পের সংকলন থাকে। ভারত বিচিত্রার প্রতিটি সংখ্যায় একটি বিশেষ বিষয় থাকে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালের এপ্রিল সংখ্যার বিশেষ বিষয় ছিল "ঐতিহ্যের মেলবন্ধন বাংলা নববর্ষ"।[৭] ভারত বিচিত্রায় ভারতীয় ও বাংলাদেশী লেখকদের রচনাগুলি অন্তর্ভুক্ত থাকে। ভারত বিচিত্রার লক্ষ্য হল ভারতীয় ও বাংলাদেশী সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্যে বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধি করা।[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ভারত বিচিত্রার সুবর্ণজয়ন্তী সংখ্যার মোড়ক উন্মোচন"। ২০২৩-০৪-০৬। Archived from the original on ২০২৩-১১-২৪। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৪।
- ↑ প্রতিবেদক, জ্যেষ্ঠ। "সুবর্ণজয়ন্তীতে প্রকাশ হল ভারত বিচিত্রা'র বিশেষ সংস্করণ"। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২২।
- ↑ BonikBarta। "মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে ভারত বিচিত্রার সুবর্ণজয়ন্তী উদযাপন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৪।
- ↑ "এবার অনলাইনে ভারত বিচিত্রা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৫-০২-০২। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৪।
- ↑ "বেলাল চৌধুরী"। কালবেলা। ২০২৩-১১-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৪।
- ↑ "ভারত বিচিত্রা ফেব্রুয়ারি ২০২৩" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৫।
- ↑ "ভারত বিচিত্রা এপ্রিল ২০২৩" (পিডিএফ)। ২০২৩-০৪-০১। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৫।
- ↑ প্রতিবেদক, কূটনৈতিক (২০২৩-০৪-০৭)। "ভারত বিচিত্রা দুই দেশের বন্ধুত্বের সেতু: ভারতীয় হাইকমিশনার"। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৪।