ভারতের সাধারণ নির্বাচন, ১৯৯৮

ভারতের নির্বাচন

১৯৯৮র ভারতের সাধারণ নির্বাচন ইন্দর কুমার গুজরাল সরকারের পতন ও ১৯৯৬ সালে গঠন করা দ্বাদশ লোকসভার ভঙ্গ হোবার পর অনুষ্ঠিত হয়েছিল। জৈন কমিশনর প্রতিবেদনত রাজীব গান্ধী হত্যা ষড়যন্ত্রে দ্রাবিড়া মুন্নেত্রা কাঝাগম জড়িত বলে উল্লেখ থাকার অভিযোগ ওঠে। সেই অছিলাতে প্রধানমন্ত্রী গুজরালকে ভারতীয় জাতীয় কংগ্রেস ডি এম কে মন্ত্রীসভার থেকে অপসারণ করতে হেঁচা দেয়। সংযুক্ত মোর্চা এই হেঁচাতে সহমত হয় না ও ২৮ নভেম্বর ১৯৯৭ত গুজরাল রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র দাখিল করে। ৪ ডিসেম্বর ১৯৯৭তে ১১শ লোকসভা ভঙ্গ করে দেওয়া হয়[][] নতুন নির্বাচনের ফলাফল ছিল এক ওলোমা সংসদ। কোনো এটা দল বা মোর্চা নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পায় নি যদিও ভারতীয় জনতা পার্টি ২৮৬জন সাংসদের সমর্থনে অটল বিহারী বাজপায়ী দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেন। কিন্তু নিম্ন সদনে ১৮টি আসন থাকা অল ইণ্ডিয়া দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগম সমর্থন তুলে নিলে এই সরকারটি ১৩ দিনের মধ্যে পতন ঘটে; যার পরিণতিতে ১৯৯৯তে পুনরায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হ'ল। লক্ষণীয় যে, স্বাধীনতার পর কংগ্রেস দল প্রথমবারের জন্য ক্রমাগত দুটো নির্বাচনে পরাজয় বরণ করেছিল।

ভারতের সাধারণ নির্বাচন, ১৯৯৮

← ১৯৯৬ ফেব্রুয়ারি ১৬, ফেব্রুয়ারি ২২ ও ফেব্রুয়ারি ২৮, ১৯৮৮ ১৯৯৯ →
← একাদশ লোকসভা

All 545 seats in the Lok Sabha
273 seats were needed for a majority
  প্রথম দল দ্বিতীয় দল
 
নেতা/নেত্রী অটল বিহারী বাজপায়ী সীতারাম কেশরী
দল Bharatiya Janata Party Indian National Congress
জোট National Democratic Alliance (India) Congress alliance
নেতার আসন লক্ষ্নৌ Bihar
(Rajya Sabha)
আসন লাভ 254 144
আসন পরিবর্তন +25 +1
জনপ্রিয় ভোট 139,701,871 98,140,471
শতকরা 37.21% 26.14%

নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী

ইন্দের কুমার গুজরাল
United Front (India)

নির্বাচিত প্রধানমন্ত্রী

অটল বিহারী বাজপায়ী
National Democratic Alliance (India)

দল সংক্ষিপ্তরূপ মর্চ্চা ভোটার % প্রাপ্ত আসন
ভারতীয় জনতা পার্টি BJP রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা 25.59% 182
ভারতীয় জাতীয় কংগ্রেস INC কংগ্রেস 25.82% 141
ভারতের কমিউনিস্ট পার্টি(মার্ক্সবাদী) CPI(M) সংযুক্ত মোর্চা 5.4% 32
সমাজবাদী পার্টি SP 4.93% 20
অল ইণ্ডিয়া দ্রাবিড়া মুন্নেত্রা কাঝাগম AIADMK রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা 1.83% 18
রাষ্ট্রীয় জনতা দল RJD জনমোর্চা 2.78% 17
তেলুগু দেশম পার্টি TDP 2.77% 12
সমতা পার্টি SAP রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা 1.76% 12
ভারতের কমিউনিস্ট পার্টি CPI সংযুক্ত মোর্চা 1.75% 9
বিজু জনতা দল BJD রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা 1% 9
শিরোমণি আকালি দল SAD রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা 0.81% 8
অল ইণ্ডিয়া তৃণমূল কংগ্রেস WBTMC রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা 2.42% 7
জনতা দল JD সংযুক্ত মোর্চা 3.24% 6
নির্দলীয় - 2.37% 6
শিবসেনা SS রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা 1.77% 6
দ্রাবিড়া মুন্নেত্রা কাঝাগম DMK সংযুক্ত মোর্চা 1.44% 6
বহুজন সমাজ পার্টি BSP জনমোর্চা 4.67% 5
বিপ্লবী সমাজবাদী পার্টি RSP সংযুক্ত মোর্চা 0.55% 5
হরিয়ানা লোকদল (রাষ্ট্রীয়) HLD(R) 0.53% 4
পাট্টালি মাক্কাল কাট্ চি PMK রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা 0.42% 4
রিপাব্লিক পার্টি অব ইণ্ডিয়া RPI 0.37% 4
তামিল মানিলা কংগ্রেস TMC(M) সংযুক্ত মোর্চা 1.4% 3
লোকশক্তি LS রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা 0.69% 3
মুরামালার্চি দ্রাবিড়া মুন্নেত্রা কাঝাগম MDMK রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা 0.44% 3
জম্মু এণ্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স NC 0.21% 3
ফরবার্ড ব্লক AIFB সংযুক্ত মোর্চা 0.33% 2
মুচলিম লিগ কেরালা স্টেট কমিটি MUL কংগ্রেস 0.22% 2
অরুণাচল কংগ্রেস AC 0.05% 2
মনোনীত ইংগ-ভারতীয় সদস্য - -% 2
অল ইণ্ডিয়ারাষ্ট্রীয় জনতা পার্টি AIRJP জনমোর্চা 0.56% 1
সমাজবাদীরাষ্ট্রীয় জনতা পার্টি (রাষ্ট্রীয়) SJP(R) জনমোর্চা 0.32% 1
হরিয়ানা বিকাশ পার্টি HVP রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা 0.24% 1
অল ইণ্ডিয়া মজলিচ-ই-ইত্তেহাদুল মুচলিমেন AIMIM 0.13% 1
অল ইণ্ডিয়া ইন্দিরা কংগ্রেস (চেকুলার) AIIC(S) সংযুক্ত মোর্চা 0.12% 1
জনতা পার্টি JP রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা 0.12% 1
কেরালা কংগ্রেস (মণি) KC কংগ্রেস 0.1% 1
সংযুক্ত সংখ্যালঘু মোর্চা, অসম UMFA 0.1% 1
পিজেণ্টচ্ এণ্ড বার্কার্চ পার্টি PWPI 0.07% 1
স্বায়ত্বশাসিতেরাজ্য দাবী কমিটি ASDC 0.05% 1
মণিপুর স্টেট কংগ্রেস পার্টি MSCP 0.05% 1
চিক্কিম ডেমোক্রেটিক ফ্রণ্ট SDF 0.03% 1
ঝারখণ্ড মুক্তি মোর্চা JMM জনমোর্চা 0.36% 0
অসম গণ পরিষদ AGP সংযুক্ত মোর্চা 0.29% 0
হিল পিপ'লচ্ ডেমোক্রেটিক পার্টি HPDP 0.2% 0
এন টি আর তেলুগু দেশম পার্টি (লক্ষ্মী পার্বতী) NTRTDP(LP) রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা 0.1% 0
কেরালা কংগ্রেস KC সংযুক্ত মোর্চা 0.09% 0
ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (মেঘালয়) UDP 0.06% 0
ইউনাইটেড গোবানচ্ ডেমোক্রেটিক পার্টি UGDP 0.04% 0
মণিপুর পিপ'লচ্ পার্টি MPP 0.03% 0
মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি MGP 0.02% 0
মিজো ন্যাশনাল ফ্রণ্ট MNF রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা 0.02% 0
মোট 100% 545

সংক্ষিপ্ত ফলাফল

সম্পাদনা
মর্চ্চা ভোটার % আসন
রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা 46.61% 254
কংগ্রেস ও সহযোগী দল 26.42% 144
সংযুক্ত মোর্চা 11.74% 64
জনমোর্চা 4.40% 24
অন্য 10.82% 59
মোট 100% 545

তথ্য উৎস

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৬ 
  2. http://www.nytimes.com/1997/11/29/world/premier-of-india-quits-deepening-political-bedlam.html?pagewanted=all