ভারতের জাতপাতের হিংসা
এই নিবন্ধটির সাথে অন্য কোন উইকিপিডিয়া নিবন্ধের সংযোগ নেই। |
ভারতের জাতপাতের হিংসা এবং ভারতে ঘৃণার অপরাধ সংঘটিত হয়েছে যদিও জাতিপ্রথাকে ক্রমশঃ কমিয়ে আনা হয়েছে। ।মানবাধিকার পর্যবেক্ষকের প্রতিবেদন অনুসারে " দলিত এবং দরিদ্রতর জনগণ (নির্ধারিত জাতি ও উপজাতি অথবা আদিবাসী) বৈষম্য ও বিভিন্ন বাধাদান সম্মুখীন হয়েছে এবং সাম্প্রদায়িকতার সন্মুক্ষীন হয়েছে। আইনকানুন এবং নীতিমালা সুরক্ষার জন্য ভারতীয় সরকার একটি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছিল , কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে যথাযথভাবে বাস্তবায়ন করা হয় নি।