ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) (মহাদেব মুখার্জি)
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) হল ভারতের একটি সংশোধনবাদী মার্ক্সবাদী-লেনিনবাদী কমিউনিস্ট পার্টি। ১৯৭২ সালে চারু মজুমদারের মৃত্যুর পর ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) চারু মজুমদারের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ছিল মহাদেব মুখার্জি এবং জগজিৎ সিং সোহল, এবং কেন্দ্রীয় কমিটি ৫-এ চারু মজুমদারের লাইনকে রক্ষা করার জন্য অবস্থান নেয়। ১৯৭২ সালের ৬ ডিসেম্বর।
চারু মজুমদারপন্থী সিপিআই (এমএল) শীঘ্রই লিন বিয়াও এবং চীনের কমিউনিস্ট পার্টির দশম কংগ্রেসের প্রশ্নে বিভক্তির সম্মুখীন হয়, জওহর, বিনোদ মিশ্র এবং স্বদেশ ভট্টাচার্যের নেতৃত্বে দলটি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কেন্দ্রীয় কমিটি এবং ১৯৭৩ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) লিবারেশন প্রতিষ্ঠা করেন যা চারু মজুমদারপন্থী এবং লিন বিয়াও বিরোধী দলে পরিণত হয়। সিপিআই (এমএল)-এর চারু মজুমদার এবং প্রো লিন বিয়াও গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন মহাদেব মুখার্জি এবং এই দলটি পশ্চিমবঙ্গের সরকার ও ধনী কৃষকদের উপর ব্যাপক সশস্ত্র আক্রমণ সংগঠিত করেছিল, [১] তবে, তাদের বিপ্লবী সন্ত্রাসী লাইনকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা। পুলিশি দমন-পীড়নে চারু মজুমদার বেশিদিন টিকে থাকেননি। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কমলপুরে ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে মহাদেব মুখার্জির নেতৃত্বে লিন বিয়াও পক্ষের সিপিআই (এমএল)-এর ২য় কংগ্রেস অনুষ্ঠিত হয় এবং শীঘ্রই কমলপুর সশস্ত্র গেরিলা কার্যকলাপের কেন্দ্রে পরিণত হয়। কমলপুরে সরকার ও সিপিআই (এমএল) সমর্থক গেরিলাদের মধ্যে সশস্ত্র সংঘর্ষের ফলে কেন্দ্রীয় কমিটিতে একটি বিভক্তি দেখা দেয় এবং একটি অংশ কেন্দ্রীয় কমিটির দেগঙ্গা অধিবেশনে মহাদেব ও তার সমর্থকদের মুক্ত করার চেষ্টা করে। ডিভিশন শিলং থেকে মহাদেব মুখার্জিকে গ্রেফতার করে। পরবর্তীতে ৭০ এর দশকের শেষের দিকে মহাদেব মুখার্জির নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটি থেকে বিচ্ছিন্ন হয়ে আজিজুল হক এবং নিশিত ভট্টাচার্যের দ্বারা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) দ্বিতীয় কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।
এখনও সিপিআই (এমএল) মহাদেব মুখোপাধ্যায় চারু মজুমদার এবং লিন বিয়াওর সাম্প্রদায়িক রাজনৈতিক লাইন ধরে রেখেছেন।[২]
সিপিআই (এমএল) মহাদেব মুখার্জির বিহার, অন্ধ্র প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি এবং তামিলনাড়ুতে সাংগঠনিক উপস্থিতি রয়েছে। দলটি সংসদ নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছে এবং সশস্ত্র সংগ্রামের আহ্বান জানিয়েছে। দলটি প্রকাশ্য কাজ করে না এবং একটি আন্ডারগ্রাউন্ড পার্টি। এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নকশালবাড়ি এবং শিলিগুড়ি অঞ্চলে সমাবেশ ও গণসভা করে। দলটি ২৫ মে ২০০৬-এ মহাদেব মুখার্জির উপস্থিতিতে নকশালবাড়িতে একটি গণ সমাবেশের আয়োজন করে। শিলিগুড়িতে, চারু মজুমদারের হত্যার স্মরণে দল প্রতি বছর জুলাই মাসে একদিনের সাধারণ ধর্মঘট শুরু করে।[৩]
২৮ জুলাই ২০০৯-এ সিপিআই (এমএল) মহাদেব মুখার্জির সমর্থকরা উত্তরবঙ্গে নির্দোষ ডিওয়াইএফআই নেতাকে এই ধরনের বার্ষিক ধর্মঘট কার্যকর করার সময় পিটিয়ে হত্যা করে।[৪] ২০০৯ সালে মহাদেব মুখার্জির মৃত্যুর পরে পার্টির ওয়েবসাইটে বিবৃতি অনুসারে পার্টির নেতৃত্বে ছিলেন একজন কৃষক মানিক।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Singh, Prakash, The Naxalite Movement in India. New Delhi: Rupa & Co., 1999, আইএসবিএন ৯৭৮-৮১-৭১৬৭-২৯৪-৩, p. 95.
- ↑ "naxalism today"। ৪ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৪।
- ↑ The Telegraph - Calcutta : North Bengal & Sikkim
- ↑ "Battle heads north: Naxals kill CPM man - Express India"। ১৭ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৭।
- ↑ "The Decision Adopted at the Meeting of Central Committee on the Historic 22nd April: The birth anniversary of great Comrade Lenin and the foundation day of the C.P.I (M-L)"। ২৬ এপ্রিল ২০১৩।