ভারতী মুখার্জী

ভারতীয় আমেরিকান লেখক

ভারতী মুখার্জী (জুলাই ২৭, ১৯৪০ - জানুয়ারী ২৮, ২০১৭) একজন আমেরিকান লেখিকা ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিইয়ায় ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।

ভারতী মুখার্জী
ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাড়িতে বক্তব্য রাখছেন, জুন ১১, ২০০৪
ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাড়িতে বক্তব্য রাখছেন, জুন ১১, ২০০৪
জন্ম(১৯৪০-০৭-২৭)২৭ জুলাই ১৯৪০
কলকাতা, ব্রিটিশ ভারত
মৃত্যু২৮ জানুয়ারি ২০১৭(2017-01-28) (বয়স ৭৬)
ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
পেশাঅধ্যাপক, ঔপন্যাসিক, প্রবন্ধকার, ছোট গল্প লেখিকা, লেখিকা, কথাসাহিত্যিক
জাতীয়তাভারত, যুক্তরাষ্ট্র, কানাডা
ধরনউপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সাংবাদিকতা
উল্লেখযোগ্য রচনাবলিজেসমিন

ভারতী মুখার্জী বাঙ্গালী ও উনি কলকাতায় জন্মগ্রহণ করেন। ভারত স্বাধীন হবার পর বাবা-মায়ের সাথে উনি ইউরোপ চলে যান এবং ১৯৫০ এর দশকের প্রথম দিকে কলকাতা ফিরে আসেন ও লোরেটো স্কুলে ভর্তি হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ লোরেটো কলেজ থেকে ১৯৫৯ এ উনি স্নাতক হন। পরে ১৯৬১ সালে বরোদা বিশ্ববিদ্যালয় থেকে উনি স্নাতকত্তর পাশ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা