ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান জম্মু
ভারতীয় সরকারি প্রকৌশল ও গবেষণা প্রতিষ্ঠান
ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান জম্মু বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি জম্মু (আইআইটি জম্মু) জম্মু ও কাশ্মীরে জম্মু শহরে অবস্থিত একটি সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিসমূহের মধ্যে একটি হিসাবে বিশ্ববিদ্যালয়টি ২০১৬ সালে অস্তিত্ব লাভ করে, যখন জম্মু ও কাশ্মীর সরকারের উচ্চশিক্ষা বিভাগ ও ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের (এমএইচআরডি) উচ্চ শিক্ষা বিভাগ মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। জম্মু জেলার নাগরোটা তহসিলের জাগতি গ্রামে আইআইটি বিদ্যায়তন তৈরি করা হয়েছে।[২]
নীতিবাক্য | विद्याधनं सर्वधन प्रधानम् (সংস্কৃত) |
---|---|
বাংলায় নীতিবাক্য | জ্ঞান হল সমস্ত সম্পদের উপরে |
ধরন | সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২০১৬ |
চেয়ারম্যান | শরদ কুমার সরফ |
পরিচালক | অধ্যাপক মনোজ সিং গৌড়[১] |
অবস্থান | , ৩২°৪৮′১৩″ উত্তর ৭৪°৫৩′৪৫″ পূর্ব / ৩২.৮০৩৬৮৮৮° উত্তর ৭৪.৮৯৫৮৫৪৪° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
আদ্যক্ষর | আইআইটিজেএমইউ |
পোশাকের রঙ | নীল আকাশী নীল সাদা |
ওয়েবসাইট | www |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Director | Indian Institute of Technology Jammu"। iitjammu.ac.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২১।
- ↑ "IIT Jammu to start this year with 90 students - Times of India"। The Times of India।