ভারতীয় ডাক
ভারতীয় ডাক বিভাগ, যা ভারতীয় ডাক হিসাবে ব্যবসায় করে আসছে, হল ভারত-এর সরকার চালিত ডাক প্রণালী যা সাধারণত ডাক ঘর হিসাবে পরিচিত ।
ধরন | ভারত সরকার-এর সংস্থা |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১ এপ্রিল ১৭৭৪ |
সদরদপ্তর | সংসদ মার্গ, নতুন দিল্লী- ১১০০০১ |
প্রধান ব্যক্তি | শ্রীমতী পদ্মিনী গোপীনাথ, মুখ্য প্রবন্ধক |
কর্মীসংখ্যা | ৪৬৬,৯০৩ ( ৩১ মার্চ ২০১১ পর্য্যন্ত )[১] |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাপ্রাক স্বাধীনতা কাল (১৮৫৮-১৯৪৭)
সম্পাদনা১৮৫৮ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানী ভারতবর্ষকে রাণীর হাতে সমর্পন করার সাথে সাথে ভারত-এ ব্রিটিশ রাজের প্রতিষ্ঠা হয় ।[২] ১৮৬১ সাল থেকে ৮৮৯টা ডাকঘর তৈরি হয় যেখানে ৪৩ নিযুত চিঠি এবং ৪.৫ নিযুত খবরের কাগজের আদান প্রদান হয়েছিল । ১৯১১ সালের ১৮ ফেব্রুয়ারি তারিখে বিশ্বর প্রথম উড়ো ডাক (এয়ার মেইল)-এর ঘটনা ঘটে যেখানে হেনরী পেকুয়েট নামের ফরাসি পাইলট এলাহাবাদ থেকে ১৫ কেজি ভার (প্রায় ৬০০০ চিঠি) নিয়ে উড়ে গংগা নদীর অন্যপারে অবস্থিত নেইনি নামের স্থানে উপস্থিত হন ।
স্বাধীনোত্তর কাল
সম্পাদনাস্বাধীনতার পর থেকে ভারতীয় ডাক দেশজুড়ে বিভিন্ন সেবা প্রদানে অগ্রণী হয় । ১৯৫৯ সালের ভারতীয় ডাক বিভাগ "Service before Self"কে নিজের আদর্শ বাক্য হিসাবে গ্রহণ করে । স্বাধীনতার পরবর্তী সময়কালে ভারতীয় ডাক বিভাগ আধুনিকীকরণে ব্যাপক গুরুত্ব আরোপ করে আসছে ।
কম্পিউটারাইজেশন
সম্পাদনা১৯৯১ সালের বহুমুখী কাউণ্টার যন্ত্রের ব্যবহার দিয়ে লাভালাভের জন্য আরম্ভ করা হয়েছিল ।
- গ্রাহক সেবার উৎকর্ষ সাধন, আয় বৃদ্ধি ও কর্মচারীর কার্য্যদক্ষতা বৃদ্ধির জন্য ।
- ডাক সেবাকে রাজ্যিক সমাজ-নিরাপত্তা প্রচারের কেন্দ্রবিন্দু করার জন্য ।
- ১,৩০,০০০ গ্রাম্য ডাক ঘরকে অণুবৈদ্যুতিক (ইলেক্ট্রনিক) ব্যবস্থার মাধ্যমে সংযোগ করার জন্য । যার পোশাকি নাম RICT ডিভাইস।
- ডাক সেবা, ডাক ব্যাঙ্কিং ও বীমা সেবাতে কাগজবিহীন লেনদেনের জন্য ।
- ডাক সেবাতে ট্রেকিং ও ট্রেচিং ব্যবস্থা প্রয়োগের জন্য ।
- Postal Life Insurence (PLI&RPLI) এর সুবিধা
২০০৬-০৭ ও ২০১১-১২ সালের মধ্যে একটি ১৮৭৭.২ কোটি টাকার প্রচারের মাধ্যমে ২৫,০০০ ডাক ঘর (২৫,৪৬৪র মধ্যে) কম্পিউটারাইজড্ করা হয় ।[৩]
অণুবৈদ্যুতিক (ইলেক্ট্রনিক) ভারতীয় পোষ্টাল অর্ডার (e-IPO)
সম্পাদনা২০১৩ সালের ২২ মার্চ তারিখে অণুবৈদ্যুতিক(ইলেক্ট্রনিক) ভারতীয় পোষ্টাাল অর্ডার (e-IPO) আরম্ভ করা হয় কেবল দেশের বাইরে থাকা ভারতীয়দের জন্য । এইগুলি পোষ্টাল অর্ডারের সহায়তায় অনলাইন যোগে ২০০৫ সালের তথ্য জানার অধিকার আইনের মাশুল পরিশোধ করার সুবিধা হয় । ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি তারিখে এই সেবা সকল ভারতীয়র জন্য মুক্ত করে দেয়া হয় ।[৪]
সংগঠন
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৮।
- ↑ Kaul, Chandrika। "From Empire to Independence: The British Raj in India 1858–1947."। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১১।
- ↑ "India News in Hindi, Latest Hindi News Punjab & World News, Hindi Newspaper"। Punjabkesari.in। ২০১২-০৫-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৬-০৭।
- ↑ "RTI Process gets Further Boost with the Introduction of 'e-Indian Postal Order' for all by the Department of Posts" (সংবাদ বিজ্ঞপ্তি)। PIB। ১৩ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৪।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |