ভারতীয় জাতীয় উপগ্রহ ব্যবস্থা
ভারতীয় জাতীয় উপগ্রহ ব্যবস্থা বা ইনস্যাট (ইংরেজি: Indian National Satellite System বা INSAT) একটি বহুমুখী জিও-স্টেশনারি কৃত্রিম উপগ্রহ সিরিজ। ভারতের দূরসংযোগ, সম্প্রচার, আবহবিদ্যা, অনুসন্ধান ও উদ্ধারকার্যে সহায়তার উদ্দেশ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) কর্তৃক এটি উৎক্ষেপিত হয়। ১৯৮৩ সালে নিযুক্ত এই ব্যবস্থা এশিয়া-প্যাশিফিক অঞ্চলের বৃহত্তম অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। ভারত সরকারের মহাকাশ বিভাগ, দূরসংযোগ বিভাগ, ভারতীয় আবহাওয়া দফতর, আকাশবাণী ও দূরদর্শনের যৌথ উদ্যোগে এই ব্যবস্থা গৃহীত হয়। সচিব-স্তরের ইনস্যাট কোঅর্ডিনেশন কমিটির হাতে এই ব্যবস্থার পরিচালনভার ন্যস্ত।
ভারতের টেলিভিশন ও যোগাযোগব্যবস্থার সহায়তায় ইনস্যাট কৃত্রিম উপগ্রহগুলি ১৯৯টি বিভিন্ন ব্যান্ডের (সি, এস, এক্সটেন্ডেড সি ও কেইউ) ট্রান্সপোন্ডার যোগান দেয়। কোনো কোনো উপগ্রহে আবহাওয়াসংক্রান্ত চিত্রগ্রহণের জন্য ভেরি হাই রেজোলিউশন রেডিওমিটার (ভিএইচআরআর), চার্চ-কাপলড ডেভাইস ক্যামেরাও রয়েছে। ইসরো একটি কসপাস-সারস্যাট কর্মসূচি সদস্য হওয়ার জন্য দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগর অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধারকার্য চালানোর জন্য বিপদ সংকেত গ্রহণের ট্রান্সপোন্ডারও এই কৃত্রিম উপগ্রহগুলিতে রয়েছে।
ইনস্যাট কৃত্রিম উপগ্রহসমূহ
সম্পাদনাInsat labatrite satalite
ক্রমিক সংখ্যা | কৃত্রিম উপগ্রহ | উৎক্ষেপণ তারিখ | মিশন পরিস্থিতি |
১ | ইনস্যাট- ১এ (INSAT-1A) | ১০ এপ্রিল, ১৯৮২ | ৬ সেপ্টেম্বর, ১৯৮২ তারিখে নিষ্ক্রিয় |
২ | ইনস্যাট- ১বি (INSAT-1B) | ৩০ অগস্ট, ১৯৮৩ | মিশন সময়কাল সম্পূর্ণ |
৩ | ইনস্যাট- ১সি (INSAT-1C) | ২২ জুলাই, ১৯৮৮ | নভেম্বর, ১৯৮৯-এ পরিত্যক্ত |
৪ | ইনস্যাট- ১ডি (INSAT-1D) | ১২ জুন, ১৯৯০ | মিশন সময়কাল সম্পূর্ণ |
৫ | ইনস্যাট- ২এ (INSAT-2A) | ১০ জুলাই, ১৯৯২ | ভারতের প্রথম দেশীয় যোগাযোগ উপগ্রহ; মিশন সময়কাল সম্পূর্ণ |
৬ | ইনস্যাট- ২বি (INSAT-2B) | ২৩ জুলাই, ১৯৯৩ | মিশন সময়কাল সম্পূর্ণ |
৭ | ইনস্যাট- ২সি (INSAT-2C) | ৭ ডিসেম্বর, ১৯৯৭ | মিশন সময়কাল সম্পূর্ণ |
8 | ইনস্যাট- ২ডি (INSAT-2D) | ৪ জুন ১৯৯৭ | ৪ অক্টোবর, ১৯৯৭ তারিখে অকার্যকর হয়ে পড়ে |
৯ | ইনস্যাট- ২ডিটি (INSAT-2DT) | ইন-অরবিট প্রোকিওরমেন্ট | মিশন সময়কাল সম্পূর্ণ |
১০ | ইনস্যাট- ২ই (INSAT-2E) | ৩ এপ্রিল, ১৯৯৯ | কার্যরত |
১১ | ইনস্যাট- ৩এ (INSAT-3A) | ১০ এপ্রিল, ২০০৩ | কার্যরত |
১২ | ইনস্যাট- ৩বি (INSAT-3B) | ২২ মে, ২০০০ | কার্যরত |
১৩ | ইনস্যাট- ৩সি (INSAT-3C) | ২৪ জানুয়ারি, ২০০২ | কার্যরত |
১৪ | কল্পনা-১ (KALPANA-1) | ১২ সেপ্টেম্বর, ২০০২ | কার্যরত |
১৫ | জিএসএটি-২ (GSAT-2) | ৮ মে, ২০০৩ | কার্যরত |
১৬ | ইনস্যাট- ৩ই (INSAT-3E) | ২৮ সেপ্টেম্বর, ২০০৩ | কার্যরত |
১৭ | এডুস্যাট (EDUSAT) | ২০ সেপ্টেম্বর, ২০০৪ | কার্যরত |
১৮ | ইনস্যাট- ৪এ (INSAT-4A) | ২২ ডিসেম্বর, ২০০৫ | কার্যরত |
১৯ | ইনস্যাট-৪সি (INSAT-4C) | ১০ জুলাই, ২০০৬ | জিএসএলভি-এফ০২-এর উৎক্ষেপণ ব্যর্থতার কারণে কক্ষপথে স্থাপন করা যায়নি |
২০ | ইনস্যাট-৪বি (INSAT-4B) | ১২ মার্চ, ২০০৭ | কার্যরত |
২১ | ইনস্যাট-৪সিআর (INSAT-4CR) | ২ সেপ্টেম্বর, ২০০৭ | জিও-সিঙ্ক্রোনাস কক্ষপথে স্থাপিত[১] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "INSAT-4CR In Service"। ২৭ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০০৯।