ভানু প্রকাশ মিরধা

ভারতীয় রাজনীতিবিদ

ভানু প্রকাশ মিরধা (জন্ম: ২৭ মার্চ ১৯৫৩) তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির সদস্য। তিনি লোকসভার প্রাক্তন সদস্য। ১৯৯৭ সালে, তিনি রাজস্থান রাজ্যের নাগৌর আসন থেকে রাম নিবাস মিরধাকে পরাজিত করে একাদশতম লোকসভা উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন।

জন্ম ১৯৫৫ সালে। তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। তিনি পেশায় কৃষক। তিনি নাথুরাম মিরধার পুত্র।

তিনি শ্রীমতী ইন্দিরা মিরধাকে বিয়ে করেছেন এবং তাঁর দুটি পুত্র রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা