ভানুয়াতুতে ইসলাম

ইসলাম ধর্মাবলম্বীরা ভানুয়াতুতে সংখ্যালঘু সম্প্রদায়। দেশটিতে ইসলামধর্মাবলম্বী জনগোষ্ঠীর সংখ্যা ১,০০০-এর আশেপাশে বলে ধারণা করা হয়।[]

ইতিহাস

সম্পাদনা

দেশটির প্রথম মুসলমান হুসেইন নাবাঙ্গা, যিনি ১৯৭৮ সালে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। তিনি 'মেলে' জনগোষ্ঠীর একজন ছিলেন। তার পর সম্প্রদায়ের আরও কিছু লোক ইসলাম গ্রহণ করেন। এখন দেশটির বিভিন্ন দ্বীপে ইসলাম ধর্মাবলম্বীরা বাস করেন। বর্তমানে দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রেসিডেন্ট মুহাম্মাদ সাদিক সাম্বো। ১৯৯২ সালে দেশটিতে প্রথম মসজিদ প্রতিষ্ঠত হয়। দেশটির অধিকাংশ মুসলমানই সুন্নি মতাবলম্বী হলেও কিছু কাদিয়ানি সম্প্রদায়ের মানুষদেরও দেখা যায় দ্বীপটিতে।[]

২০০৭ সালের একটি জরিপে দেখা যায়, দেশটিতে ইসলাম ধর্মাবলম্বী ও মসজিদের সংখ্যা ব্যাপকহারে বাড়ছে।[][] দেশটির বিভিন্ন গোষ্ঠীপতি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তারা তাদের পরিবার ও গোষ্ঠীর অন্যান্য লোকদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে অবদান রাখছেন। এভাবে দেশটিতে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়ছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Vanuatu - Island Dress"অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন। ১৫ ফেব্রুয়ারি ২০০৫। ২৫ মে ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০০৭ 
  2. "Muslims in Melanesia: putting security issues in perspective"অস্ট্রেলিয়ান জার্নাল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। টেইলর অ্যান্ড ফ্রান্সিস। ৬২ (৩): ৪০৮-৪২৯। সেপ্টেম্বর ২০০৮। 
  3. "Heeding the call to prayer in a region that reveres the pig"সিডনি মর্নিং হেরাল্ড। ৮ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৭