ভাগীরথী নদী

ভারতে প্রবাহিত নদী
(ভাগীরথী থেকে পুনর্নির্দেশিত)

ভাগীরথী নদী (ইংরেজি: Bhāgīrathī) (উচ্চারণ:/ˌbʌgɪˈɹɑːθɪ/) ভারতের, উত্তরাখণ্ড রাজ্যে প্রবাহিত একটি নদী। এটি গঙ্গার প্রধান দুটি প্রবাহের একটি এবং হিন্দুদের একটি পবিত্র নদী। হিন্দু পুরাণ ও সংস্কৃতিতে এটিকে গঙ্গার উৎস হিসেবে বিবেচনা করা হয়।

ভাগীরথী নদী
গঙ্গোত্রীতে ভাগীরথী নদীতে পবিত্র স্নান ঘাট''
গঙ্গোত্রীতে ভাগীরথী নদীতে পবিত্র স্নান ঘাট
গঙ্গোত্রীতে ভাগীরথী নদীতে পবিত্র স্নান ঘাট'
আদি নাম: "ভাগীরথী" (সংস্কৃত, আক্ষরিক অর্থে, "ভাগীরথ দ্বারা সৃষ্ট")
দেশ  ভারত
রাজ্য উত্তরাখণ্ড,
অঞ্চল গাড়ওয়াল বিভাগ
জেলা Uttar Kashi District, Tehri District
উৎস Gaumukh (gou, cow + mukh, face), about ১৮ কিমি (১১.২ মা) from the town of Gangotri
 - উচ্চতা ৩,৮৯২ মিটার (১২,৭৬৯ ফিট)
উৎস জনতা অলকানন্দা নদী
মোহনা গঙ্গা
 - অবস্থান দেবপ্রয়াগ, উত্তরাখণ্ড, ভারত
 - উচ্চতা ৪৭৫ মিটার (১,৫৫৮ ফিট)
দৈর্ঘ্য ২০৫ কিলোমিটার (১২৭ মাইল)
অববাহিকা ৬,৯২১ বর্গকিলোমিটার (২,৬৭২ বর্গমাইল)
প্রবাহ
 - গড় ২৫৭.৭৮ /s (৯,১০৩ ft³/s)
 - সর্বোচ্চ ৩,৮০০ /s (১,৩৪,১৯৬ ft³/s)
ভাগীরথী নদীর হিমালয়ের হেডওয়াটার দেখানো মানচিত্র। বন্ধনীর সংখ্যা মিটারে উচ্চতা নির্দেশ করে।
ভাগীরথী নদীর হিমালয়ের হেডওয়াটার দেখানো মানচিত্র। বন্ধনীর সংখ্যা মিটারে উচ্চতা নির্দেশ করে।
ভাগীরথী নদীর হিমালয়ের হেডওয়াটার দেখানো মানচিত্র। বন্ধনীর সংখ্যা মিটারে উচ্চতা নির্দেশ করে।
[]

ইতিহাস অনুসারে, পলাশীর যুদ্ধ (২৩ জুন ১৭৫৭) পলাশী প্রান্তরে ভাগীরথী নদীর তীরে ইংরেজদের বিরুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উ-দ্দৌলা [প্রকৃত নাম মির্জা মুহাম্মদ] দ্বারা সংঘটিত হয়েছিল।

তথ্যসূত্র

সম্পাদনা