ভাইফোঁটা

ভ্রাতৃদ্বিতীয়া : একটি হিন্দু উৎসব
এটি একটি পরীক্ষিত সংস্করণ, যা ২৩ জানুয়ারি ২০২৪ তারিখে পরীক্ষিত হয়েছিল।

ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া হলো হিন্দুদের দ্বারা পালিত একটি উৎসব। এটি কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয়।[][] পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত। সেখানে ভ্রাতৃদ্বিতীয়া পাঁচ-দিনব্যাপী দীপাবলি উৎসবের শেষদিন। মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে ভাইবিজ বলা হয়। নেপালেপশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে ভাইটিকা এবং অনেক জায়গায় যমদ্বিতীয়া নামেও পরিচিত।

ভ্রাতৃদ্বিতীয়া
বোন ভাইয়ের কপালে ফোঁটা পড়াচ্ছে
অন্য নামযম দ্বিতীয়া, ভ্রাতৃদ্বিতীয়া, ভাইটিকা, ভাই দুজ
পালনকারীহিন্দু
ধরনধর্মীয়
তাৎপর্যভাই-বোনের অকৃত্রিম ভালোবাসার বন্ধন
উদযাপনভাইয়ের কপালে ফোঁটা পড়ানো, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা, উপহার আদান-প্রদান
তারিখকার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি
সংঘটনবার্ষিক
সম্পর্কিতরাখীবন্ধন

কিংবদন্তী

সম্পাদনা

কিংবদন্তী অনুসারে, মৃত্যুর দেবতা যম কার্তিক শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে বোন যমুনার নিমন্ত্রণ স্বীকার করে তাঁর বাড়ি যান। সে দিন যমুনার পুজো গ্রহণ করে, তাঁর গৃহে ভোজন করেন। যমুনা আশীর্বাদ চাইলে যম বলেন যে, এই তিথিতে যে ভাই নিজের বোনের বাড়ি গিয়ে তাঁর পুজো স্বীকার করবে ও তাঁর হাতে তৈরি রান্না গ্রহণ করবে, তাঁর ভাগ্যে অকালমৃত্যুর ভয় থাকবে না। তার পর থেকেই এই তিথিটি যম দ্বিতীয়া, ভ্রাতৃ দ্বিতীয়া বা ভাই ফোঁটা নামে পরিচিত হয়।[]

 
একটি ঐতিহ্যবাহী নেওয়ারি চিত্রকর্ম

হিন্দুধর্ম অনুসারে, নরকাসুর নামে দুষ্ট রাক্ষসকে বধ করার পর, কৃষ্ণ তার বোন সুভদ্রার সাথে দেখা করেছিলেন। যিনি তাকে মিষ্টি এবং ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা করেছিলেন। তিনিও স্নেহের সাথে কৃষ্ণের কপালে তিলক লাগিয়েছিলেন। কেউ কেউ এটাকে উৎসবের উৎপত্তি বলে মনে করেন।

আঞ্চলিক বৈচিত্র

সম্পাদনা

উৎসবটি যে যে নামে পরিচিত:

  • ভাই দুজ ( হিন্দি : भाई दूज ) ভারতের সমগ্র উত্তরাঞ্চলে, দিওয়ালি উৎসবের সময় পালন করা হয়। উত্তর প্রদেশ এবং বিহারের আওধ এবং পূর্বাঞ্চল অঞ্চলে এটি ভাইয়া দুজ নামেও পরিচিত। এটি নেপাল এবং বিহারের মৈথিলদের দ্বারা ভার্দুতিয়া এবং অন্যান্য বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকেরা ব্যাপকভাবে উদযাপন করে । এই নববর্ষের প্রথম দিনটি গোবর্ধন পূজা হিসেবে পালন করা হয় ।
  • ভাই টিকা ( নেপালি : भाइटीका ) নেপালে এটি দশাইনের (বিজয়া দশমী / দশেরা) পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। তিহার উৎসবের পঞ্চম দিনে পালন করা হয় , এটি নেপালের মৈথিলদের দ্বারা ব্যাপকভাবে পালিত হয় ভার্দুতিয়া ভাই টিকা হিসাবে এবং মাধেসিদের মধ্যে অন্যান্য বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকেরা অনুসরণ করে । যদিও নেওয়ারিরা এটিকে কিজা পূজা হিসেবে পালন করে ।  বোনেরা তাদের ভাইয়ের কপালে সপ্তরঙ্গী টিকা নামে পরিচিত সাত রঙের একটি উল্লম্ব টিকা রাখে।
  • বাংলায় ভাই ফোঁটা ( বাংলা : ভাই ফোঁটা ) এবং এটি প্রতি বছর কালী পূজার দ্বিতীয় দিনে হয়। প্রধানত পশ্চিমবঙ্গ , ত্রিপুরা, বাংলাদেশে এই নামে পালিত হয়।
  • ভাই জিন্তিয়া ( ওড়িয়া : ଜିଉନ୍ତିଆ ) শুধুমাত্র পশ্চিম ওড়িশায়।
  • মহারাষ্ট্র, গোয়া, গুজরাট এবং কর্ণাটক রাজ্যের মারাঠি, গুজরাটি এবং কোঙ্কানি -ভাষী সম্প্রদায়ের মধ্যে ভাউ বিজ , বা ভাব বিজ (মারাঠি : भाऊ बीज) বা ভাই বিজ
  • দিনটির আরেকটি নাম হল যম দ্বিতীয়া, মৃত্যুর দেবতা যম এবং তার বোন যমুনার মধ্যে দ্বিথেয় (অমাবস্যার পরের দ্বিতীয় দিন) একটি কিংবদন্তি বৈঠকের পরে ।
  • অন্যান্য নামের মধ্যে রয়েছে ভাত্রু দ্বিতিয়া বা ভ্রাত্রী দিত্য বা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ভাগিনী হস্ত ভোজনামু

অনুষ্ঠান

সম্পাদনা
 
নেপালের উৎসবে সাত রঙের তিলক ব্যবহার করা হয়

উৎসবের দিনে, বোনেরা তাদের ভাইদেরকে তাদের প্রিয় খাবার/মিষ্টি সহ একটি জমকালো খাবারের জন্য আমন্ত্রণ জানায়। বোন চন্দন কাঠ জল দিয়ে ঘষে ( কেউ কেউ দইও মিশ্রিত করেন চন্দন কাঠের সাথে), নিজের অনামিকা আঙ্গুল দিয়ে ভাইয়ের কপালে নিচের বাক্যগুলো পড়তে পড়তে তিনবার ফোঁটা দিয়ে দেয়।

অনেক সময় এই ছড়াটি বিভিন্ন পরিবারের রীতিনীতি ভেদে পরিবর্তিত হয়ে থাকে। অতঃপর, বোন তার ভাইয়ের মাথায় ধান এবং দুর্বা ঘাসের শীষ রাখে। এই সময় শঙ্খ বাজানো হয় এবং হিন্দু নারীরা উলুধ্বনি করেন। এরপর বোন তার ভাইকে আশীর্বাদ করে থাকে (যদি বোন তার ভাইয়ের তুলনায় বড় হয় অন্যথায় বোন ভাইকে প্রণাম করে আর ভাই বোনকে আশীর্বাদ করে থাকে)। তারপর বোন ঐতিহ্যবাহী মিষ্টি দ্বারা ভাইকে মিষ্টিমুখ করায় এবং উপহার দিয়ে থাকে। ভাইও তার সাধ্যমত উক্ত বোনকে উপহার দিয়ে থাকে।

 
নেওভার সম্প্রদায়ের দ্বারা নেপালে উদযাপন

ভাইফোঁটা

সম্পাদনা
 
ভাইফোঁটা উপলক্ষ্যে বোনেরা 'ভাইফোঁটা' লেখা সন্দেশ দেন ভাইকে

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভাই ফোঁটা অনেক জাঁকজমকের সাথে পালিত হয়। অনুষ্ঠানটি অনেক আচার-অনুষ্ঠানের সাথে ভাইদের জন্য একটি জমকালো ভোজের আয়োজন করা হয়।[]

ভাই বিজ

সম্পাদনা

ভাই বিজের উৎসব হরিয়ানা , গুজরাট , মহারাষ্ট্র এবং গোয়াতে জনপ্রিয় এবং অত্যন্ত উত্সাহ এবং আনন্দের সাথে উদযাপিত হয়। ভাই ও বোনেরা বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করছে। অনুষ্ঠানে মনোমুগ্ধকর যোগ করার জন্য, ভাই বিজ উপহার বোনদের কাছ থেকে ভাইদের ভালবাসা এবং প্রশংসার প্রতীক হিসাবে দেওয়া হয়।[]

ভব বিজ হল পারিবারিক পুনর্মিলনের একটি সময় কারণ পরিবারের সকল ভাই-বোন একত্রিত হয়। অনেক পরিবারে ভব বিজ উদযাপনের জন্য ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদেরও আমন্ত্রণ জানানো হয়। উত্সবের জন্য বিশেষ খাবারের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের মিষ্টি যাকে বলা হয় বাসুন্দি পুরি বা খিরনি পুরি[] এই উপলক্ষে ভাই-বোনেরা উপহার বিনিময় করে। আর দুজনেই তাদের দীর্ঘ ও সুখী জীবনের জন্য আশির্বাদ করেন।[]

নেপালে ভাই টিকা

সম্পাদনা

ভাই টিকা নেপালে ভাই তিহার নামেও পরিচিত যার অর্থ ভাইদের তিহার (উৎসব) । এই দিনে বোনেরা তাদের ভাইদের দীর্ঘায়ু এবং সমৃদ্ধির জন্য যমরাজের কাছে প্রার্থনা করে।[] এই আচারে বোনেরা তাদের ভাইদের কপালে সাত রঙের লম্বা টিকা দিয়ে চিহ্নিত করে। বাকি আচার-অনুষ্ঠান অন্যত্র হিন্দুদের দ্বারা সম্পাদিত অনুরূপ। বোতাম ফুলের একটি বিশেষ মালা বোন তাদের ভাইদের উপহার হিসাবে তৈরি করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bhai Phota 2022: ২৬ না ২৭ অক্টোবর, কবে ভ্রাতৃদ্বিতীয়া? শুভ তিথিতে ফোঁটা দিন ভাইকে, জেনে নিন"Eisamay। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৩ 
  2. Channel24। "ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় ঘরে ঘরে ভাইফোঁটা উৎসব"Channel 24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৫ 
  3. Kapoor, Subodh (২০০২)। The Indian encyclopaedia: biographical, historical, religious, administrative, ethnological, commercial and scientific। Genesis Publishing। পৃষ্ঠা 773। আইএসবিএন 81-7755-257-0। সংগ্রহের তারিখ মার্চ ১৯, ২০১১ 
  4. "Bhai Dooj 2020: Date, time and significance of festival; all you need to know"Firstpost। ২০২০-১১-১৫। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৫ 
  5. "Bhai Dooj 2020: Know all about the history, significance and celebrations of Yama Dwitiya here"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০২০-১১-১৬। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৫ 
  6. "Bhai Dooj Puja 2019: How to do puja on Bhai Dooj, Puja vidhi and Timings - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৫ 
  7. "How to Celebrate Bhai Dooj with Your Brother - Ferns N Petals"Ferns N Petals (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৬ 
  8. "Bhai-Tika / Bhai-Teeka"diwalifestival.org। Society for the Confluence of Festivals in India। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা