ভন আনস্কা ম্যাগাসিনেট
ভন আনস্কা ম্যাগাসিনেট উমিয়ার স্টোরগাটানের একটি বন্দর ওয়্যারহাউজ। ওয়্যারহাউজটি মূলত লেফটেন্যান্ট কর্নেল লুডউইগ অগাস্ট ভন হেডেনবার্গ কর্তৃক ১৮৮৭ সালে কাঠের শস্যাগার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৮৮৮ সালের মারাত্মক অগ্নিকাণ্ডের পরও ভবনটি টিকে ছিল। একই বছর, সওদাগর জোহান ভিক্টর ভন আন ভবনটি কিনে উমে নদীর দিকে সম্প্রসারিত করেন।[১]
ভন আনস্কা ম্যাগাসিনেট | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
অবস্থা | নির্মিত |
ধরন | ওয়্যারহাউজ |
ঠিকানা | স্টোরিগাটান ৩২ |
শহর | উমিয়া |
দেশ | সুইডেন |
স্থানাঙ্ক | ৬৩°৪৯′৩৩″ উত্তর ২০°১৫′১২″ পূর্ব / ৬৩.৮২৫৮৩° উত্তর ২০.২৫৩৩৩° পূর্ব |
সম্পূর্ণ | ১৮৮৮ |
নকশা ও নির্মাণ | |
স্থপতি | লুডউইগ অগাস্ট ভন হেন্ডেনবার্গ |
বর্তমানে ভবনটি উমিয়া এনার্জীর অন্তর্ভুক্ত যাদের প্রধান শাখা ভন আনস্কা ম্যাগাসিনেট ও গামলা ব্যাংকহাসেট-এর মধ্যে অবস্থিত। ১৯৮০ সাল থেকে ভবনটি চিহ্নিত ভবন হিসেবে স্বীকৃতি পায়।[১][২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Kultur"। umeaenergi.se (টেমপ্লেট:Sv ভাষায়)। Umeå Energi AB। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৪।
- ↑ "von Ahnska magasinet"। vbm.se (টেমপ্লেট:Sv ভাষায়)। Västerbottens museum। ৪ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৪।
উইকিমিডিয়া কমন্সে ভন আনস্কা ম্যাগাসিনেট সংক্রান্ত মিডিয়া রয়েছে।