ভদ্রপুর, ধারওয়াড়

ভারতের একটি গ্রাম

ভদ্রপুর হল ভারতের কর্ণাটক রাজ্যের ধারওয়াড় জেলার একটি গ্রাম।[] কর্ণাটকের উত্তরে অবস্থিত হাক্কি পিক্কি উপজাতি সম্প্রদায় অধ্যুষিত এই গ্রামটিতে কফি, গুগল, ব্রিটিশ, অমিতাভ, অনিল কাপুর, হাইকোর্ট এবং ইংলিশের মতো সবচেয়ে অস্বাভাবিক অথচ বিখ্যাত নামে বাচ্চাদের নামকরণ করা হয়ে আসছে এক যুগেরও বেশি সময় ধরে।[]

ভদ্রপুর
গ্রাম
দেশ ভারত
রাজ্যকর্ণাটক
জেলা ধারওয়াড়
সরকার
 • ধরনপঞ্চায়েত রাজ
 • শাসকগ্রাম পঞ্চায়েত
জনসংখ্যা (২০১১)
 • মোট৩,৫২৪
ভাষা
 • দাপ্তরিককন্নড় ভাষা
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+5:30)
আইএসও ৩১৬৬ কোডIN-KA
যানবাহন নিবন্ধনKA
ওয়েবসাইটkarnataka.gov.in

জনসংখ্যা

সম্পাদনা

ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভদ্রপুরে ৭১৪টি পরিবার ছিল এবং মোট জনসংখ্যা ৩৫২৪ জন যার মধ্যে ১৭৮৭ জন পুরুষ এবং ১৭৩৭ জন মহিলা ছিলেন। ০-৬ বছর বয়সী ৪৪৪ শিশু ছিল।[]

টাইমস নাউ-এর প্রতিবেদনে বলা হয়, ভদ্রপুরের আদিবাসী গোষ্ঠী হাক্কি পিক্কিরা প্রায় ১৫ বছর ধরে বিখ্যাত ব্যক্তি ও জিনিসের নামে সন্তানদের নামকরণ করে আসছে। যার মধ্যে রয়েছে— অমিতাভ, অনিল কাপুর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ইংলিশ, আমেরিকা, ওবামা, শাহরুখ, রণবীর, বাস, ট্রেন, ডলার, এলিজাবেথ ইত্যাদি। এখানকার অনেক মানুষই পাসপোর্টেও এসব নাম ব্যবহার করে থাকেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Village Directory ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১১-০৭-২২ তারিখে, 2001 Census of India
  2. "Google To Amitabh, This Karnataka Tribal Community Gives The Most Bizarre Names To Kids"। Network18 Group। ১০ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩ 
  3. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA) - KARNATAKA"। Census Commission of India। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২০ 
  4. "যে গ্রামের মানুষের নাম গুগল, কফি, ডলার, গ্লুকোজ, বাস, ট্রেন"। প্রথম আলো। ১৪ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩