ভট্টদেব বিশ্ববিদ্যালয়

আসামের বিশ্ববিদ্যালয়

ভট্টদেব বিশ্ববিদ্যালয় আসামের বাজালি জেলার পাঠশালায় অবস্থিত একটি পাবলিক স্টেট ইউনিভার্সিটি যা ভট্টদেব বিশ্ববিদ্যালয় আইন-২০১৭ দ্বারা প্রতিষ্ঠিত হয় আইনটি আসামের রাজ্যপাল ৭ই সেপ্টেম্বর ২০১৭ সালে পাস করেছিলেন। এটি বাজালি জেলার পাঠশালার বাজালি কলেজকে উন্নতি করে ভট্টদেব বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়টি শ্রী শ্রী ভট্টদেবের নামে নামকরণ করা হয়েছে।[] ভট্টদেব বিশ্ববিদ্যালয় ইউজিসির স্বীকৃতি প্রাপ্ত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ইউজিসির আইন ১৯৫৬ এর ধারা ২২ এর অধীনে বিশ্ববিদ্যালয়টি ইউজিসি কর্তৃক নির্ধারিত ডিগ্রি প্রদানের ক্ষমতা তার নিজস্ব বিভাগ, সংবিধিবদ্ধ কলেজ এবং অধিভুক্ত কলেজের মাধ্যমে নিয়মিত পাঠদান পদ্ধতি সংশ্লিষ্ট বিধিবদ্ধ সংস্থার অনুমোদন পায়।[] ২০১৯ সালের ২৫ জুন প্রফেসর বিরঞ্চি কুমার দাসভট্টদেব বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[]

ভট্টদেব বিশ্ববিদ্যালয়
বাংলায় নীতিবাক্য
জ্ঞান এমন একটি জিনিস যা মুক্ত করে
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০১৯ (৬ বছর আগে) (2019)
আচার্যআসামের রাজ্যপাল
উপাচার্যবিরঞ্চি কুমার দাস
অবস্থান,
২৬°৩০′১২″ উত্তর ৯১°১১′৬″ পূর্ব / ২৬.৫০৩৩৩° উত্তর ৯১.১৮৫০০° পূর্ব / 26.50333; 91.18500
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.bhattadevuniversity.ac.in
মানচিত্র

তথ্যসূত্র

সম্পাদনা