ভজহরি মাহাতো
ভজহরি মাহাতো (১৯১১ – ২০০৩) ভারতের একজন রাজনীতিবিদ ছিলেন যিনি লোকসেবক সঙ্ঘের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি তিনবার লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
ভজহরি মাহাতো | |
---|---|
লোকসভার সাংসদ | |
কাজের মেয়াদ ১৯৫২ – ১৯৫৭ | |
পূর্বসূরী | আসন প্রতিষ্ঠিত |
উত্তরসূরী | আসন অবলুপ্ত |
নির্বাচনী এলাকা | মানভূম দক্ষিণের সহিত ডালভূম |
কাজের মেয়াদ ১৯৬২ – ১৯৭২ | |
পূর্বসূরী | বিভূতিভূষণ দাশগুপ্ত |
উত্তরসূরী | দেবেন্দ্রনাথ মাহাতো |
নির্বাচনী এলাকা | পুরুলিয়া |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯১১ |
মৃত্যু | ২০০৩ |
রাজনৈতিক দল | লোকসেবক সঙ্ঘ |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাভজহরি মাহাতো ১৯১১ সালে জন্মগ্রহণ করেন।[১] তিনি আইন অমান্য আন্দোলন ও আগস্ট আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তাকে ব্রিটিশ আমলে কারান্তরীণ করা হয় ও তাকে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে, ১৯৪৬ সালে তিনি মুক্তি পান।[১]
স্বাধীনতা পরবর্তী জীবন
সম্পাদনালোকসেবক সঙ্ঘ গঠিত হবার পর ভজহরি মাহাতো ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করে দলটিতে যোগদান করেন। তিনি ১৯৫২ সালে তৎকালীন মানভূম দক্ষিণের সহিত ধলভূম লোকসভা কেন্দ্র থেকে লোকসেবক সঙ্ঘের প্রার্থী হিসেবে সাংসদ হিসেবে নির্বাচিত হন।[২] পরবর্তীতে, তিনি ১৯৬২ ও ১৯৬৭ সালে পুরুলিয়া থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন।[৩][৪]
মানভূমের বাংলা ভাষা আন্দোলনে অবদান
সম্পাদনাভজহরি মাহাতো মানভূমের বাংলা ভাষা আন্দোলনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি লোকসভায় মানভূমের বাংলা ভাষা আন্দোলনের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন।[১] তিনি সে সময়ে টুসু গান রচনা করেছিলেন।[৫] তিনি "শুন বিহারী ভাই, তোরা রাইখতে লারবি ডাং দেখাই" শিরোনামের টুসু গানটি রচনা করেছিলেন।[৬] সে সময়ে তাকে বিহার সরকার কারান্তরীণ করেছিল।[৭]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাভজহরি মাহাতো ১৯২৬ সালে শান্ত দেবীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৮] তাদের দুই পুত্র ও দুই কন্যা ছিল।
প্রয়াণ
সম্পাদনাভজহরি মাহাতো ২০০৩ সালে প্রয়াত হন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "মানভূমের ইতিহাস এবং ভজহরি মাহাতো"। আনন্দবাজার পত্রিকা। ২৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Manbhum Lok Sevak Sangh"। Lok Sabha। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (পিডিএফ)। West Bengal। Election Commission। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪।
- ↑ "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)। West Bengal। Election Commission। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪।
- ↑ "বড় ভূমিকা ছিল টুসু সত্যাগ্রহের"। আনন্দবাজার পত্রিকা। ২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "আজ পুরুলিয়ার জন্মদিন, আনন্দের সঙ্গী আক্ষেপও"। আনন্দবাজার পত্রিকা। ১ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "ভাষা আন্দোলনে মানভূম"। আনন্দবাজার পত্রিকা। ২০ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "MAHATO, SHRI BHAJAHARI"। Lok Sabha। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০।