ব্স্তান-পা-রাব-র্গ্যাস

ব্স্তান-পা-রাব-র্গ্যাস (ওয়াইলি: bstan pa rab rgyas) (১৫৬৪-১৬৪৩) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের তৃতীয় কির-তি রিন-পো-ছে (ওয়াইলি: kir+ti rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

ব্স্তান-পা-রাব-র্গ্যাস

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

ব্স্তান-পা-রাব-র্গ্যাস ১৫৬৪ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলে আ-রিগ (ওয়াইলি: a rig) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল য়োন-তান-দ্বাং-ফ্যুগ (ওয়াইলি: yon tan dbang phyug) এবং মাতার নাম ছিল স্ক্যিদ-মো-য়াগ (ওয়াইলি: skyid mo yag)। র্দো-র্জে-গ্রাগ্স-পা (ওয়াইলি: rdo rje grags pa) এবং বস্তান-পা-গ্রাগ্স-পা (ওয়াইলি: bstan pa grags pa) নামক দুইজন বৌদ্ধ ভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ দান করেন। চতুর্থ পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। চিং সম্রাট ওয়ানলি (萬曆) তাকে ব্লা-মা-থুগ্স-র্জে-ছেন-পো-'গ্রাং-মেদ-সেং-গে (ওয়াইলি: bla ma thugs rje chen po 'grang med seng ge) উপাধি প্রদান করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Gyatso, Thinlay (এপ্রিল ২০১৩)। "The Third Kirti, Tenpa Rabgye"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১৯ 
পূর্বসূরী
ব্স্তান-পা-রিন-ছেন
ব্স্তান-পা-রাব-র্গ্যাস
তৃতীয় কির-তি রিন-পো-ছে
উত্তরসূরী
ব্লো-ব্জাং-'জাম-দ্ব্যাংস-র্গ্যা-ম্ত্শো