ব্সোদ-নাম্স-ব্জাং-পো
ব্সোদ-নাম্স-ব্জাং-পো (ওয়াইলি: bsod nams bzang po) (১৩৪১-১৪৩৩) তিব্বতী বৌদ্ধধর্মের জো-নাং ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের চৌদ্দজন প্রধান শিষ্যের একজন ছিলেন যিনি কালচক্র সম্বন্ধে পণ্ডিত ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনারিন-ছেন-ত্শুল-খ্রিম্স ১৩৪১ খ্রিষ্টাব্দে তিব্বতের ক্যের-ফু (ওয়াইলি: kyer phu) অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি ১৩৫৮ খ্রিষ্টাব্দে লাসা শহরে য়োন-তান-র্গ্যা-ম্ত্শো নামক পণ্ডিতের নিকট দীক্ষালাভ করেন। তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শান, ন্যা-দ্বোন-কুন-দ্গা'-দ্পাল, সা-ব্জাং-মা-তি-পান-ছেন-ব্লো-গ্রোস-র্গ্যাল-ম্ত্শান, ফ্যোগ্স-লাস-র্নাম-র্গ্যাল, বু-স্তোন-রিন-ছেন-গ্রুব, র্গ্যাল-স্রাস-থোগ্স-মেদ-দ্পাল-ব্জাং-পো ও সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের চতুর্দশ সা-স্ক্যা-খ্রি-'দ্জিন ব্লা-মা-দাম-পা-ব্সোদ-নাম্স-র্গ্যাল-ম্ত্শান। ১৩৯২ খ্রিষ্টাব্দ থেকে পরবর্তী এগারো বছর তিনি খাম্স অঞ্চলে ল্হা-স্গাং (ওয়াইলি: lha sgang) বৌদ্ধবিহারে শিক্ষকতা করেন এবং তেষট্টি বছর বয়সে ম্ত্শাল-মিন (ওয়াইলি: mtshal min) বৌদ্ধবিহারের প্রধান নির্বাচিত হন। তার উল্লেখযোগ্য ছাত্র ছিলেন রোং-স্তোন-শেস-ব্যা-কুন-রিগ ও কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর ষষ্ঠ র্গ্যাল-বা-কার্মা-পা ম্থোং-বা-দোন-ল্দান[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Stearns, Cyrus (আগস্ট ২০০৮)। "Sonam Zangpo"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১১।