ব্লো-ব্জাং-ব্স্তান-পা

তিব্বতি বৌদ্ধ ভিক্ষু, গানদেন ত্রিপা

ব্লো-ব্জাং-ব্স্তান-পা (তিব্বতি: བློ་བཟང་བསྟན་པওয়াইলি: blo bzang bstan pa) (১৭২৫-১৭৮২) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ষাটতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

ব্লো-ব্জাং-ব্স্তান-পা ১৭২৫ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলে ত্শা-বা-রোং (ওয়াইলি: tsha ba rong) নামক স্থানে জন্মগ্রহণ করেন। কম বয়সে তিনি রাব-লো (ওয়াইলি: rab lo) বৌদ্ধবিহারে শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। এরপর তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে ব্রাগ-রি-ঙ্গাগ-দ্বাং-দোন-গ্রুব (ওয়াইলি: brag ri ngag dbang don grub) এবং ব্লো-ব্জাং-ম্খাস-ম্ছোগ (ওয়াইলি: blo bzang mkhas mchog) নামক পণ্ডিতের নিকট শিক্ষালাভ করেন। সপ্তম দলাই লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। পরবর্তীকালে ঙ্গাগ-দ্বাং-ব্যাম্স-পা (ওয়াইলি: ngag dbang byams pa) নামক প্রথম ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog) উপাধধারী লামার নিকট হতে লাম-রিম, চক্রসম্বর, যমান্তকগুহ্যসমাজতন্ত্র সম্পর্কে শিক্ষালাভ করেন। এরপর তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ে তন্ত্র শিক্ষালাভ করে এই মহাবিদ্যালয় ও দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৭৭২ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের উনষাটতম প্রধান হিসেবে নির্বাচিত হন ও এই পদে তিনি সাত বছর থাকেন। এই সময় তিনি অষ্টম দলাই লামার শিক্ষক হিসেবে নিযুক্ত হন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Sixtieth Ganden Tripa, Lobzang Tenpa"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৫ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স
ব্লো-ব্জাং-ব্স্তান-পা
ষাটতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স