ব্লো-ব্জাং-দ্বাং-ফ্যুগ-ব্শাদ-স্গ্রুব-র্গ্যা-ম্ত্শো
ব্লো-ব্জাং-দ্বাং-ফ্যুগ-ব্শাদ-স্গ্রুব-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: blo bzang dbang phyug bshad sgrub rgya mtsho) (১৮৩৯-১৮৯৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের ষষ্ঠ থু'উ-ব্ক্বান (ওয়াইলি: thu'u bkwan) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাব্লো-ব্জাং-দ্বাং-ফ্যুগ-ব্শাদ-স্গ্রুব-র্গ্যা-ম্ত্শো ১৮৩৯ খ্রিষ্টাব্দে তিব্বতে প্রা-স্তি (ওয়াইলি: pra sti) পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-'জিগ্স-মেদ-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: blo bzang thub bstan 'jigs med rgya mtsho) নামক তৃতীয় 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam-dbyangs bzhad-pa) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে উপাসকের শপথ প্রদান করেন। তেরো বছর বয়সে তিনি স্কু-'বুম বৌদ্ধবিহারের ব্শাদ-স্গ্রুব (ওয়াইলি: bshad sgrub) মহাবিদ্যালয়ে ছে-শেস-ঙ্গাগ-দ্বাং-ব্শাদ-স্গ্রুব-ব্স্তান-পা'ই-ন্যি-মা (ওয়াইলি: che shes nga dbang bshad sgrub bstan pa'i nyi ma) নামক ভিক্ষুর নিকট শিক্ষালাভ করেন। ১৮৫৩ খিষ্টাব্দে তিনি চিং সম্রাট জিয়ানফেংয়ের আমন্ত্রণে চীন যাত্রা করেন। এরপর তিনি দ্গোন-লুং-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে 'জাম-দ্ব্যাংস-থুব-ব্স্তান-ন্যি-মা (ওয়াইলি: 'jam dbyangs thub bstan nyi ma) নামক তৃতীয় স্দে-খ্রি রিন-পো-ছে (ওয়াইলি: sde khri rin po che) উপাধিধারী বৌদ্ধ লামার নিকট শিক্ষালাভ করেন। পরবর্তীকালে তিনি চিং সম্রাটদের আমন্ত্রণে বেশ কয়েকবার চীন যাত্রা করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chhosphel, Samten (অক্টোবর ২০১০)। "The Sixth Tukwan, Shedrub Gyatso"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০১।
পূর্বসূরী ? |
ব্লো-ব্জাং-দ্বাং-ফ্যুগ-ব্শাদ-স্গ্রুব-র্গ্যা-ম্ত্শো ষষ্ঠ থু'উ-ব্ক্বান |
উত্তরসূরী ব্স্কাল-ব্জাং-দোন-ব্যেদ-ন্যি-মা |