ব্রুনারের গ্রন্থি
ব্রুনারের গ্রন্থি বা ডিওডেনামের গ্রন্থি (ইংরেজি: Brunner's gland/Duodenal gland) হল মানব পরিপাকতন্ত্রের ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে অবস্থিত গ্রন্থি। এটি সাবমিউকোসা স্তরে অবস্থিত। এটির মূল কাজ বাইকার্বনেট আয়ন-সমৃদ্ধ মিউকাস ক্ষরণ করা।
ব্রুনারের গ্রন্থি | |
---|---|
বিস্তারিত | |
তন্ত্র | পরিপাকতন্ত্র |
অবস্থান | ডিওডেনাম |
শনাক্তকারী | |
লাতিন | glandulae duodenales |
মে-এসএইচ | D002011 |
টিএ৯৮ | A05.6.02.017 |
টিএ২ | 2957 |
এফএমএ | FMA:71622 |
মাইক্রো শারীরস্থান পরিভাষা |
এই গ্রন্থি ইজিএফ হরমোন ক্ষরণ করে, যা অক্সিনটিক কোষ ও পেপটিক কোষ-এর ক্ষরণ মাত্রা হ্রাস করে।[১]
সুইস ডাক্তার জোহান কনরাড ব্রুনার-এর নামানুসারে এই গ্রন্থির নামকরণ করা হয়েছিল।
গঠন
সম্পাদনাডিওডেনামকে ব্রুনারের গ্রন্থির জন্যই জেজুনাম ও ইলিয়াম থেকে আলাদা করা যায়।
কাজ
সম্পাদনাএটি ক্ষারীয় বাইকার্বনেট আয়ন-সমৃদ্ধ মিউকাস ক্ষরণ করে ও পাকস্থলীর আম্লিক প্রভাবকে হ্রাস করে। ফলে ডিওডেনামের মিউকোসা স্তর অ্যাসিডের ধ্বংস থেকে রক্ষা পায়। এটি ইজিএফ হরমোন ক্ষরণ করে যা পাকস্থলীর কোষগুলির ক্ষরণ হ্রাস করে।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- টেমপ্লেট:BUHistology - "Digestive System: Alimentary Canal: pyloro/duodenal junction, duodenum"
- টেমপ্লেট:BUHistology - "Digestive System: Alimentary Canal: pyloro/duodenal junction"
- টেমপ্লেট:BUHistology - "Digestive System: Alimentary Canal: duodenum, plicae circularis"