ব্রুনাই দারুসসালাম জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন

ব্রুনাই দারুসসালাম জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (মালয়: Persatuan Bolasepak Kebangsaan Negara Brunei Darussalam, ইংরেজি: National Football Association of Brunei Darussalam; এছাড়াও সংক্ষেপে এনএফএবিডি নামে পরিচিত) হচ্ছে ব্রুনাইয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২০ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৭ বছর পর ১৯৬৯ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত।

ব্রুনাই দারুসসালাম জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯৫২; ৭৩ বছর আগে (1952)[]
সদর দপ্তরবন্দর সেরি বেগাওয়ান, ব্রুনাই
ফিফা অধিভুক্তি১৯৭২[]
এএফসি অধিভুক্তি১৯৬৯[]
সভাপতিব্রুনাই পেঙ্গিরান মাতুসিন মাতাসান[]
ওয়েবসাইটwww.nfabd.org

এই সংস্থাটি ব্রুনাইয়ের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ব্রুনাই সুপার লীগ, ব্রুনাই প্রিমিয়ার লীগ, ব্রুনাই এফএ কাপ এবং ব্রুনাই সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ব্রুনাই দারুসসালাম জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন পেঙ্গিরান মাতুসিন মাতাসান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মুহম্মদ সাল্লিহ

কর্মকর্তা

সম্পাদনা
২৮ ডিসেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি পেঙ্গিরান মাতুসিন মাতাসান
সহ-সভাপতি
সাধারণ সম্পাদক মুহম্মদ সাল্লিহ
কোষাধ্যক্ষ মসওয়াদি মহসিন
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক আমির লানি
প্রযুক্তিগত পরিচালক শিবাজি নারায়ণন
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) রাজাগোপাল কৃষ্ণস্বামী
জাতীয় দলের কোচ (নারী)
রেফারি সমন্বয়কারী আব্দুল রাজ্জাক আনোয়ার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২০ 
  2. "OK for Sabah Sarawak"The Straits Times। ১৩ আগস্ট ১৯৬৯। 
  3. "NFABD gets new President"। Borneo Bulletin। ১৭ নভেম্বর ২০১৯। ১৫ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ব্রুনাইয়ে ফুটবল টেমপ্লেট:ব্রুনাই দারুসসালাম জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন