ব্রুক ওয়াকার
ব্রুক গ্রেইম কিথ ওয়াকার (ইংরেজি: Brooke Walker; জন্ম: ২৫ মার্চ, ১৯৭৭) অকল্যান্ড এলাকায় জন্মগ্রহণকারী সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০০-এর দশকের সূচনালগ্নে সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ব্রুক গ্রেইম কিথ ওয়াকার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ২৫ মার্চ, ১৯৭৭ অকল্যান্ড, নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | লেগ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ২১২) | ১৭ নভেম্বর ২০০০ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১ মে ২০০২ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১১৭) | ২২ অক্টোবর ২০০০ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ২৭ এপ্রিল ২০০২ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৩ নভেম্বর ২০২০ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন ব্রুক ওয়াকার।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
সম্পাদনাম্যাকলিন্স কলেজে অধ্যয়ন করেছেন তিনি। ১৯৯৭-৯৮ মৌসুম থেকে ২০০৫ সাল পর্যন্ত ব্রুক ওয়াকারের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ঘরোয়া পর্যায়ের আসরে অকল্যান্ডের পক্ষে খেলেছেন। ক্রিকেট জগতে লেগ স্পিনার হিসেবে অন্যতম কঠিনতম কাজ সম্পন্ন করতে হয়েছিল তাকে। শুধুমাত্র তিনি উইকেট লাভেই তৎপরতা দেখাননি; বরঞ্চ, অধিনায়কের নির্দেশক্রমে দলকে সাজিয়ে আক্রমণাত্মক স্পিন বোলিং করতে হতো তাকে। অকল্যান্ডে থাকাকালীন তিনি এ সুবিধা কাজে লাগাতে সক্ষমতা দেখিয়েছেন।
খেলোয়াড়ী জীবনের শেষদিকে দলের অধিনায়কের দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। ঘরোয়া চ্যাম্পিয়নশীপে দলকে নেতৃত্ব দিয়ে তিনবার শিরোপা বিজয়ে ভূমিকা রাখলেও আন্তর্জাতিক অঙ্গনে তিনি মোটেই সুবিধে করতে পারেননি। কেবলমাত্র ড্যানিয়েল ভেট্টোরি’র অনুপস্থিতিতেই তাকে দলে রাখা হয়। খুব কম সময়েই তিনি কিছুটা সহযোগিতার হাতে মেলে ধরতে সমর্থ হয়েছিলেন। নিউজিল্যান্ডের মাটিতে স্পিনারদের উপযোগী পিচেই তিনি অধিক সফল হয়েছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেট
সম্পাদনাসমগ্র খেলোয়াড়ী জীবনে পাঁচটিমাত্র টেস্ট ও এগারোটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন ব্রুক ওয়াকার। ১৭ নভেম্বর, ২০০০ তারিখে ব্লুমফন্তেইনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১ মে, ২০০২ তারিখে লাহোরে স্বাগতিক পাকিস্তান দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
নভেম্বর, ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে অংশ নেন। নিউজিল্যান্ড দলে ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণতর হবার প্রেক্ষিতে জুন, ২০০৫ সালে সকল স্তরের ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন তিনি।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ McConnell, Lynn। "Brooke Walker"। Cricinfo। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৮।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে ব্রুক ওয়াকার (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে ব্রুক ওয়াকার (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)