ব্রিক্‌স অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপ

ব্রিক্‌স অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপ হল ব্রিক্‌স সদস্য রাষ্ট্রসমূহ অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনদক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত সম্প্রীতিমূলক ফুটবল প্রতিযোগিতা। প্রথম আসর ৮ম ব্রিক্‌স শিখর সম্মেলন হওয়ার পাশাপাশি ভারতের গোয়াতে অনুষ্ঠিত হয়েছিল।[] প্রতিযোগিতায় দেশের অনূর্ধ্ব-১৭ দলগুলি অংশ নেয়। ১ অক্টোবর ২০১৬-এ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রফির উদ্বোধন করেন।[]

ব্রিক্‌স অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপ
চ্যাম্পিয়ন ব্রাজিল দল, ফতোরদা স্টেডিয়াম, ২০১৬
প্রতিষ্ঠিত২০১৬
অঞ্চলব্রিক্‌স সদস্য রাষ্ট্রসমূহ
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল (২য় শিরোপা)
সবচেয়ে সফল দল ব্রাজিল (২টি শিরোপা)
ওয়েবসাইটwww.bricsfootballcup.com.br

জোহানেসবার্গ শহরে ১০ম ব্রিক্‌স শিখর সম্মেলন অনুষ্ঠিত হলে তাতে পুনরায় এই প্রতিযোগিতার আসর বসে ও পুরুষ দলের বদলে জাতীয় মহিলা অনূর্ধ্ব-১৭ দলগুলিকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।[][][]

বিন্যাস

সম্পাদনা

ভারতের গোয়াতে অনুষ্ঠিত প্রথম টুর্নামেন্টে প্রথমে একটি রাউন্ড-রবিন টুর্নামেন্ট খেলা হয়েছিল। এই রাউন্ড থেকে পয়েন্ট টেবিলের ১ম ও ২য় দল ফাইনালে এবং অপরদিকে পয়েন্ট টেবিলের ৩য় ও ৪র্থ দল যথাক্রমে ৩য় স্থান নির্ধারক ম্যাচে উত্তীর্ণ হয়। ৫ম দল সরাসরি প্রথম রাউন্ডের পরে বাদ পড়ে।

দ্বিতীয় সংস্করণে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুধুমাত্র রাউন্ড-রবিন পর্যায়ে খেলা হয়েছিল। রাউন্ড-রবিন পর্বের পর পয়েন্ট টেবিলে তাদের স্থান অনুযায়ী দলগুলোকে পুরস্কার দেওয়া হয়।

দল কনফেডারেশন
  ব্রাজিল কনমেবল
  গণচীন এএফসি
  ভারত এএফসি
  রাশিয়া উয়েফা
  দক্ষিণ আফ্রিকা ক্যাফ
বছর আয়োজক ফাইনাল খেলার তারিখ বিজয়ী ফলাফল রানার্স-আপ তৃতীয় স্থান সর্বোচ্চ গোলদাতা
২০১৬   ভারত ১৫ অক্টোবর ২০১৬   ব্রাজিল
৫–১
  দক্ষিণ আফ্রিকা   রাশিয়া   ভিনিসিউস জুনিয়র (৪ গোল)
২০১৮   দক্ষিণ আফ্রিকা ২২ জুলাই ২০১৮   ব্রাজিল   গণচীন   দক্ষিণ আফ্রিকা

দলসমূহের পারফরম্যান্স

সম্পাদনা
আয়োজক→
দল↓
২০১৬
 
২০১৮
 
অংশগ্রহণ
  ব্রাজিল ১ম ১ম
  রাশিয়া ৩য় ৪র্থ
  ভারত ৫ম ৫ম
  চীন ৪র্থ ২য়
  দক্ষিণ আফ্রিকা ২য় ৩য়

তথ্যসূত্র

সম্পাদনা
  1. India to host BRICS U17 Cup in 2016. The Pioneer. 13 May 2015. Retrieved 12 August 2015
  2. "PM Modi unveils BRICS U-17 Football Trophy"। The Home of Indian Football। ১ অক্টোবর ২০১৬। ৩ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬ 
  3. "TWENTY SELECTED FOR INDIAN U-17 WOMEN'S TEAM FOR BRICS U-17 FOOTBALL TOURNAMENT"AIFF। জুলাই ১৩, ২০১৮। 
  4. "BRICS Cup U17 2018: India announced 35-member squad"SportsKeeda। ৮ জুলাই ২০১৮। 
  5. "LISTEN: Dludlu on Alexandra visit and BRICS tournament preparations"SAFA। জুলাই ১২, ২০১৮।